পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 11, 2019, 3:48 PM IST

ETV Bharat / state

প্যাট্রোলিংয়ের সময় চলল গুলি, মৃত পুলিশকর্মী

আজ সকালে সহকর্মীদের সঙ্গে সীমান্ত এলাকায় প্যাট্রোলিংয়ে গেছিলেন বলরামপুর থানার জুনিয়র কনস্টেবল জয়দীপ ৷ সেইসময় রাস্তার পাশে একটি জঙ্গলে ঢুকে 5-6টি গুলি চালান তিনি ৷ গুলির আওয়াজ শুনে তাঁর সহকর্মীরা দেখেন, মাটিতে পড়ে আছেন জয়দীপ ৷

পুলিশ

পুরুলিয়া, 11 সেপ্টেম্বর : কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল থেকে চলল গুলি । মৃত্যু হল এক পুলিশকর্মীর । তবে, তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷"

মৃত পুলিশকর্মীর নাম জয়দীপ দাস (28) ৷ বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৷ ঘটনাটি পুরুলিয়ার বলরামপুরের ৷

আজ সকালে সহকর্মীদের সঙ্গে সীমান্ত এলাকায় প্যাট্রোলিংয়ে গেছিলেন বলরামপুর থানার জুনিয়র কনস্টেবল জয়দীপ ৷ সেইসময় রাস্তার পাশে একটি জঙ্গলে ঢুকে 5-6টি গুলি চালান তিনি ৷ গুলির আওয়াজ শুনে তাঁর সহকর্মীরা দেখেন, মাটিতে পড়ে আছেন জয়দীপ ৷

তাঁকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ ময়নাতদন্তের জন্য জয়দীপের দেহ পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া ।

ABOUT THE AUTHOR

...view details