পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় সিভিক ভলান্টিয়ার ও দোকানদারের সাহায্যে আহত বৃদ্ধা হাসপাতালে ভর্তি - দোকানদারের চেষ্টায় হাসপাতালে ভর্তি

এক সিভিক ভলান্টিয়ার এবং দোকানদারের সাহায্যে হাসপাতালে ভর্তি হলেন অসহায় এক বৃদ্ধা ৷ তিনি পা ভাঙা অবস্থায় পুরুলিয়ার চাষ মোড়ের সবজি বাজারে পড়ে ছিলেন ৷ যখন কেউ তাঁকে সাহায্যের জন্য় এগিয়ে আসেনি, এমনকি পুলিশও সাহায্য করা নিয়ে ধন্দে ছিল ৷ তখন ওই দোকানদার এবং সিভিক ভলান্টিয়ার বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান ৷

a
a

By

Published : Jul 27, 2021, 6:08 PM IST

পুরুলিয়া, 27 জুলাই : ফের মানবিকতার নির্দশন পাওয়া গেল পুরুলিয়ায় ৷ সিভিক ভলান্টিয়ার এবং দোকানদারের চেষ্টায় হাসপাতালে ভর্তি করানো হল পা ভাঙা অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক বৃদ্ধাকে ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার চাষ মোড়ের সবজি বাজার এলাকায় ৷ জানা গিয়েছে, বিনোদ পাল নামে এক সিভিক ভলান্টিয়ার ওই বৃদ্ধাকে পা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ৷ পরে বাজারের এক দোকানদার ওই বৃদ্ধাকে তুলে নিয়ে গিয়ে পুরুলিয়া জেলা হাসপাতালে ভর্তি করান ৷

আজ সকালে পুরুলিয়ার চাষ মোড়ের সবজি বাজারে এক ভবঘুরে বৃদ্ধাকে পা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ তিনি দীর্ঘক্ষণ সেখানে পড়ে কাতরাচ্ছিলেন ৷ কিন্তু, কেউ তাঁকে সাহায্যে জন্য এগিয়ে যায়নি ৷ এর পর বিনোদ পাল নামে এক সিভিক ভলান্টিয়ার তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেন ৷ পুলিশ সেখানে গেলেও, বৃদ্ধার কী উপায় করবে? তা ঠিক করতে পারছিল না ৷ সেই সময় মাগারাম দে নামে এক স্থানীয় দোকানদার এগিয়ে আসেন ৷ তিনি নিজে ওই বৃদ্ধাকে তুলে নিয়ে গিয়ে পুরুলিয়া জেলা হাসপাতালে ভর্তি করান ৷

নিজের খরচে তিনি ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান ৷ পুলিশ তাঁর সঙ্গে এক সিভিক ভলান্টিয়ারকে হাসপাতালে পাঠায় ৷ এ নিয়ে মাগারাম দে’র প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমার মা হলে যেমন হাসপাতালে ভর্তি করাতাম, তেমনি উনিও কারও না কারও মা ৷ আমি আমার দায়িত্ব পালন করেছি ৷’’ মাগারাম দে’কে সাহায্য করা সিভিক ভলান্টিয়ার বিনোদ পাল জানান, তিনি তাঁর কর্তব্য পালন করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details