পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 দফা দাবিতে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ SFI-এর - অনলাইন পঠন-পাঠন

10 দফা দাবিতে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে বসল SFI ছাত্র সংগঠন l সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান।

Agitation
Agitation

By

Published : Jun 26, 2020, 5:17 PM IST

পুরুলিয়া, 26 জুন : সেমিস্টার ও হস্টেল ফি মকুব এবং সিলেবাস শেষ হওয়ার পর পরীক্ষা নেওয়া সহ মোট 10 দফা দাবিতে সিধু-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করল SFI ছাত্র সংগঠন l আজ দুপুর 12 টা থেকে 10 দফা দাবিতে পোস্টার হাতে নিয়ে SFI সমর্থিত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন ।

আন্দোলনকারীদের 10 দফা দাবির মধ্যে অন্যতম বিষয়গুলি হল, সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইনে পঠন-পাঠনের পরিকাঠামো ও পদ্ধতি ব্যবস্থা ঠিক না করে পরীক্ষা বাধ্যতামূলক করা যাবে না, অনলাইন ক্লাসে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না । এছাড়া সেমিস্টার ও হোস্টেল ফি মকুব, বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপে কোনরকম টাকা না নিয়েই অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই ফর্ম ফিল আপ করতে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

পাশাপাশি স্কলারশিপের টাকা সঠিক সময়ে প্রদান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে বিনামূল্যে অথবা নূন্যতম মূল্যে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করার দাবিতে এদিন অবস্থান বিক্ষোভে সামিল হয় SFI-র ছাত্র সংগঠন। তবে কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে সকলেই সামাজিক দূরত্ব মেনেই বিক্ষোভ দেখান।

SFI ছাত্র সংগঠনের পুরুলিয়া শহর সভাপতি অর্ক হালদার বলেন, "বর্তমান কোরোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইনে ক্লাস করানো হলেও সকল ছাত্র-ছাত্রীদের পক্ষে সেই ক্লাসে যোগদান করা সম্ভব হয়ে উঠছে না। এছাড়াও সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ফলে সকল ছাত্র-ছাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বহু ছাত্র-ছাত্রীর পরিবারেই আর্থিক অভাব দেখা দিয়েছে, এই অবস্থায় হস্টেল ও সেমিস্টার ফি দেওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তাই সকল ছাত্র-ছাত্রীদের কথা ভেবে সমস্ত ফি মকুব, সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া সহ 10 দফা দাবিতে আজ অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সকল দিকগুলি বিবেচনা করে সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানাচ্ছি আমরা। "

ABOUT THE AUTHOR

...view details