পুরুলিয়া, 20 নভেম্বর: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মত্যু হল দুই ব্যক্তির ৷ গুরুতর আহত হয়ছেন আরও 3 ৷ রবিবার পুরুলিয়ার বান্দোয়ান থানার অর্ন্তগত জাইরাডি ফুটবল মাঠ সংলগ্ন এলাকার ঘটনা (Road Accident in Purulia) ৷
জানা গিয়েছ, এদিন বিকালে মোটর সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দু‘টি গাড়িরই গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে যায় ৷ মৃত অজয় কর্মকার (25) বান্দোয়ান এবং সুদর্শন টুডু (40) বোরো থানা এলাকার আকরোর বাসিন্দা ছিলেন ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে 3 জনকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে তাদের অন্যত্র রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।