পুরুলিয়া, 20 অগস্ট: পুরুলিয়া জেলায় মনসা পুজো (Mansa Puja) ছিল বুধবার ৷ বৃহস্পতিবার ছিল পান্না ৷ সেই মতো ওই দিন প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির কথা ঘোষণা করেছিলেন বিধায়ক রাজিব লোচন সোরেন । আর শুক্রবার ছিল জন্মাষ্টমী (Janmashtami) সেই দিন ছিল সরকারি ছুটি । সেই সুবাদে শনিবারও পুরুলিয়ায় বন্ধ থাকল বহু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৷ টানা পাঁচদিন বিদ্যালয় বন্ধ থাকল (Schools closed for five consecutive days) ।
বন্ধ ছিল শ্যামপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়, শাকড়া প্রাথমিক বিদ্যালয়, বড় মুক্রু প্রাথমিক বিদ্যালয়-সহ পুরুলিয়া-1 ব্লকের বেশ কিছু উচ্চ বিদ্যালয় ৷ এছাড়াও জেলার মফস্বল এলাকায় বহু বিদ্যালয় এদিন থাকল তালাবন্দ । আজ স্কুল ছুটি থাকার কথা ছিল না, তা স্বীকার করে নেন পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজিব লোচন সোরেন ৷ তিনি বলেন, "বিদ্যালয় পরিদর্শকদের খোঁজ নিয়ে রিপোর্ট দিতে বলছি কোন কোন বিদ্যালয় বন্ধ ছিল ।"
যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল । বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে ।" এসইউসিআই-এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভগীরথ মাহাতো বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চায় মনে হয়, কারণ লেখা পড়া হচ্ছে কি না, তা এদের দেখার দরকার নেই ৷ মিড ডে মিল হচ্ছে কি না, এরা শুধু ওটাই দেখেন ।"