পুরুলিয়া, 6 সেপ্টেম্বর:গতকাল শিক্ষক দিবসের অনুষ্ঠানে হাসি খুশি ভাবেই অতিথিদের আপ্যায়ন করেছিল পুরুলিয়া মফস্বল থানার ডিমডিহা গ্রামের বছর ষোলোর পুনম ওঝা। সে গৌরিনাথ সেবক দীননাথ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল ৷ কিন্তু মঙ্গলবার সকাল 11টা নাগাদ গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করে সে (Died by Suicide)।
যা নিয়ে হতবাক পরিবার ও পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ সে কেন এই ঘটনা ঘটাল পরিবার ও প্রতিবশীদেরকে তার জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ ৷ তার বাবা সৌগত ওঝা বলেন, "আমি গাড়ির এজেন্টের কাজ করি সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ৷ ওর মা বাপের বাড়ি গিয়েছিল, আর ছেলে ছিল স্কুলে ৷ বাড়িতে ছিল কেবল বয়স্ক মা। মা স্নান করতে পুকুরে যাওয়ার সময় মেয়ে এই কাণ্ড করে বসে । কেন যে সে এমন করল কিছুই বুঝতে পারছি না।"