পুরুলিয়া, 2 জুন : পুরুলিয়া 2 নম্বর ব্লকের তিনটি গ্রামকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এরপর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের তরফে গতকাল ওইসব এলাকার বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ পাশাপাশি কনটেনমেন্ট ও বাফার জ়োনগুলিতে স্যানিটাইজ়েশন করা হয়৷ সচেতন করা হয় এলাকাবাসীকে৷ একইসঙ্গে কনটেনমেন্ট জ়োনের বাসিন্দাদের জন্য জেলা প্রশাসনের তরফে রেশনের ব্যবস্থা করা হয়েছে৷ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ৷
পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত গ্রামগুলিতে স্যানিটাইজ়েশন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা - corona positive in purulia
পুরুলিয়ায় বাড়ছে কোরোনা সংক্রমণ৷ পুরুলিয়া 2 নম্বর ব্লকের তিনটি গ্রামকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এরপর ওই এলাকা স্যানিটাইজ় করা হয়৷
পুরুলিয়া 2 নম্বর এলাকার BDO বিজয় গিরি জানান, " কনটেনমেন্ট জ়োনের বাসিন্দাদের জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে৷ গোটা এলাকাকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে৷ সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে৷ ওই এলাকায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারবে না এবং গ্রামের বাইরে যেতেও পারবে না৷ গোটা এলাকাকে নজরদারিতে রাখা হয়েছে৷ পাশাপাশি এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ৷"
গত শনিবার পুরুলিয়া 2 নম্বর ব্লকের তিনটি গ্রামের 6 জন কোরোনায় আক্রান্ত হন৷ তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হয়৷ আক্রান্ত তিনটি গ্রামকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় জেলা প্রশাসনের তরফে৷ পাশাপাশি আক্রান্ত ওই ব্যক্তিদের সংস্পর্শে থাকা সকলকে নজরদারিতে রেখেছে জেলা প্রশাসন৷ জেলা প্রশাসনের তরফে কনটেনমেন্ট ও বাফার জ়োনগুলিতে স্যানিটাইজ়েশন করা হয়৷ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীর প্রাথমিক চিকিৎসা করা হয়৷ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগে খুশি এলাকাবাসী৷