পুরুলিয়া, 23 অগস্ট: বর্তমানে রাজ্যে আমন ধানের চাষের কাজ চলছে। পুরুলিয়াও তার অন্যথা নয় ৷ মঙ্গলবার রাজ্যের উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত ) ও পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুকে (Minister of State for Development, Independent Charge) দেখা গেল এক 'চাষি'র বেশে ৷
তাঁরই ধানের জমিতে ধানের চারা (আফর) হাতে দেখা গেল মন্ত্রীকে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বর্ষা তো প্রথমে হয়নি শেষের দিকে ভারী বৃষ্টিটা হল। অনেকদিন পরে গিয়েছিলাম জমিতে। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোই লাগে। আগেও মাঝে মধ্যে যেতাম। আসলে কী জানেন, সবার সঙ্গে মিলে মিশে থাকলে ভালোই লাগে। তাই সুযোগ পেলেই নেমে পড়ি, এর মধ্যে একটা আনন্দ রয়েছে। তবে কাজের চাপ থাকে তো তাই খুব বেশি সময় পাই না।"