পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sandhya Rani Tudu ধান জমিতে চারা বুনছেন মমতার মন্ত্রী, কটাক্ষ বিরোধীদের - Assembly

এবার অন্য রূপে দেখা গেল পুরুলিয়ার পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (Minister of State for Development, Independent Charge) ও পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুকে (Sandhya Rani Tudu)। মন্ত্রী ধানের চারা হাতে মাঠে কাজ করছেন ৷ এ নিয়ে বিরোধী পক্ষ কটাক্ষ করতে ছাড়েনি ৷

Sandhya Rani Tudu
ETV Bharat

By

Published : Aug 23, 2022, 9:09 PM IST

পুরুলিয়া, 23 অগস্ট: বর্তমানে রাজ্যে আমন ধানের চাষের কাজ চলছে। পুরুলিয়াও তার অন্যথা নয় ৷ মঙ্গলবার রাজ্যের উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত ) ও পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুকে (Minister of State for Development, Independent Charge) দেখা গেল এক 'চাষি'র বেশে ৷

তাঁরই ধানের জমিতে ধানের চারা (আফর) হাতে দেখা গেল মন্ত্রীকে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বর্ষা তো প্রথমে হয়নি শেষের দিকে ভারী বৃষ্টিটা হল। অনেকদিন পরে গিয়েছিলাম জমিতে। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোই লাগে। আগেও মাঝে মধ্যে যেতাম। আসলে কী জানেন, সবার সঙ্গে মিলে মিশে থাকলে ভালোই লাগে। তাই সুযোগ পেলেই নেমে পড়ি, এর মধ্যে একটা আনন্দ রয়েছে। তবে কাজের চাপ থাকে তো তাই খুব বেশি সময় পাই না।"

ধান জমিতে চারা বুনছেন পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু

আরও পড়ুন:আক্রান্ত বিধায়কের পরিবার, চন্দনা দুষলেন তৃণমূলকে

তবে মন্ত্রীর ধান রোপণের বিষয়টিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিরোধী শিবির। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি (BJP District President, Purulia) বিবেক রাঙা বলেন, "এই সব নাটক উনি বন্ধ করুক। আগে চাষিদের জন্য সত্যিকারের কিছু করুন।" অন্যদিকে কৃষকসভার পুরুলিয়া জেলা সভাপতি বিপত্তারণ শেখর বলেন, "আগামী বিধানসভায় (Assembly) উনি জিতবেন কি না, ঠিক নেই তাই হয়তো আগের পুরোনো অভ্যাসে ফিরে যেতে চাইছেন।" তিনি অভিযোগ করে আরও বলেন, "আমাদের পুরুলিয়া জেলায় খরা ঘোষণার দাবিকে নস্যাৎ করার জন্য হয়তো এটি করা হচ্ছে যাতে বোঝানো যায় যে, পুরুলিয়া জেলায় ভালো চাষ হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details