পুরুলিয়া, 13 জানুয়ারি:এরাজ্যেগঙ্গাসাগর মেলায় এসে গত বৃ্হস্পতিবার হেনস্তার শিকার হন উত্তরপ্রদেশের 3 সাধু ৷ তাঁদের হেনস্তার ঘটনায় শনিবার 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানিয়েছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। ভিন রাজ্যের সাধুদের বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ৷ তাতেই ক্ষিপ্ত হয়ে সাধুদের উপর চড়াও হয় পুরুলিয়া জেলার কাশিপুর থানা এলাকার মানুষ ৷ পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ওই সাধুদের উদ্ধার করে গঙ্গাসাগরের পাঠানোর ব্যবস্থা করেছেন ৷
ঠিক কী ঘটেছিল:বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার গৌরাঙ্গডিতে কয়েকেজন সাধুকে মেয়ে পাচারকারী সন্দেহে হেনস্তার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ যোগীরাজ্যের ওই তিন সাধুকে মারধর করেন গ্রামবাসীরা, এমনই অভিযোগ ওঠে ৷ আরও অভিযোগ ওঠে সাধুরা একটি গাড়িতে করে মেয়েদের পাচার করার চেষ্টা করছিলেন। পালটা সাধুদের দাবি, তাঁরা এমন কিছুই করেননি। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় ভাষা সমস্যার জেরে ওই সাধুদের দেখে কয়েকটি মেয়ে ভয় পেয়ে যায়। ফলশ্রুতিতে স্থানীয় 50-60 জন সাধুদের ঘিরে ফেলে ৷ এরপরই গঙ্গাসাগর যাওয়ার ওই সাধুদের বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ আনা হয় ৷