পুরুলিয়া, 21 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে আতঙ্ক পুরুলিয়ায় ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিয়ো ৷ আতঙ্ক এতটাই যে স্কুল, কলেজ, টিউশানে যেতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও অনুপস্থিতির হার চোখে পড়ার মতো ৷ শঙ্কিত অভিভাবকরাও ৷ শেষমেশ জনগণকে সচেতন করতে প্রচারে নেমেছে পুলিশ-প্রশাসন ৷ আয়োজন করা হচ্ছে সেমিনারের ৷ পরামর্শ দেওয়া হচ্ছে, তাঁরা যেন গুজবে কান না দেন ৷
আজ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পুরুলিয়া মফঃস্বল থানায় একটি সেমিনারের আয়োজন করে পুলিশ ৷ গুজবে কান না দেওয়ার বার্তা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাও বলছেন পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে ৷ এর জেরে আতঙ্কিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ৷ তাঁরা একা বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন ৷ কিন্তু তা আদৌ সত্য নয় ৷ অনেক জায়গায় অপরিচিত ব্যক্তিদের ধরে রাখা হচ্ছে৷ মারধর করা হচ্ছে ৷ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, আদতে তারা ছেলেধরা নয় ৷ আমাদের এবং আশপাশের থানায়ও এনিয়ে কোনও রিপোর্ট পড়েনি ৷ সেটা বোঝাতেই আজ একটি সেমিনারের আয়োজন করা হয় ৷ সেখানে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বোঝানো হয় ছেলেধরা গুজবে কান দেবেন না ৷ যদি কোনও সমস্যা হয় সরাসরি পুলিশে খবর দেবেন ৷