পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Misspellings Controversy সমালোচনা এড়াতে তড়িঘড়ি বদলে ফেলা হল বিদ্যালয়ের ভুল বানান - Misspellings Controversy

প্রাথমিক বিদ্যালয়ের গেটে ছিল অজস্র বানান ভুল ৷ বানান ঠিক করার দাবি করেছিলেন বর্তমান থেকে প্রাক্তন পড়ুয়ারা (Misspellings Controversy) ৷ তার জেরেই তড়িঘড়ি বদলে ফেলা হল রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল দরজায় থাকা ভুল বানান ।

Misspellings Controversy
তড়িঘড়ি বদলে ফেলা হল বিদ্যালয়ের ভুল বানান

By

Published : Aug 23, 2022, 11:45 AM IST

পুরুলিয়া, 23 অগস্ট:বিদ্যালয়ের মূল ফটকেই জ্বলজ্বল করছিল একাধিক ভুল বানান । সংবাদ মাধ্যমের দ্বারা বিষয়টি সামনে আসার পরই তা নিয়ে সরব হন অভিভাবকদের একাংশ । তাঁরা দাবি করেন প্রাথমিক বিদ্যালয় হল শিক্ষার প্রথম ভিত । এখানেই ভুল থাকলে ছেলেমেয়েরা কী শিখবে ? তার জেরেই তড়িঘড়ি বদলে ফেলা হল রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল দরজায় থাকা ভুল বানান (Misspellings Controversy) ।

উল্লেখ্য সোমবার বিদ্যালয়ের মূল দরজায় প্রাথমিক, গ্রামীণ ও ইংরেজিতে প্রাইমারি বানান যে ভুল লেখা রয়েছে সেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে । আর শোরগোল পড়ে যায় এলাকায় । তারপরই সোমবার তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ ভুল লেখা মুছে তার বদলে নতুন করে নির্ভুলভাবে লিখে দেয় বিদ্যালয় তথা এলাকার নাম ।

আরও পড়ুন:রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল দরজায় অজস্র বানান ভুল, বিতর্ক

এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে গেলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুতপা দাস বলেন, "এই ভুলটি দুর্ভাগ্যজনক ৷ এটি আমাদের নজরে পড়েনি । বিষয়টি সামনে আসার পরই সেটি সংশোধন করে দেওয়া হয়েছে ।"

এই বিষয়ে পুরুলিয়া 1 নম্বর গ্রামীণ চক্রের বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) বিবেক রায় বলেন, "একটা অনিচ্ছাকৃত ভুল হয়েছিল, সেটা মিডিয়ার মাধ্যমে সামনে আসায় সেটি সংশোধন করা হয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details