পুরুলিয়া, 23 অগস্ট:বিদ্যালয়ের মূল ফটকেই জ্বলজ্বল করছিল একাধিক ভুল বানান । সংবাদ মাধ্যমের দ্বারা বিষয়টি সামনে আসার পরই তা নিয়ে সরব হন অভিভাবকদের একাংশ । তাঁরা দাবি করেন প্রাথমিক বিদ্যালয় হল শিক্ষার প্রথম ভিত । এখানেই ভুল থাকলে ছেলেমেয়েরা কী শিখবে ? তার জেরেই তড়িঘড়ি বদলে ফেলা হল রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল দরজায় থাকা ভুল বানান (Misspellings Controversy) ।
উল্লেখ্য সোমবার বিদ্যালয়ের মূল দরজায় প্রাথমিক, গ্রামীণ ও ইংরেজিতে প্রাইমারি বানান যে ভুল লেখা রয়েছে সেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে । আর শোরগোল পড়ে যায় এলাকায় । তারপরই সোমবার তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ ভুল লেখা মুছে তার বদলে নতুন করে নির্ভুলভাবে লিখে দেয় বিদ্যালয় তথা এলাকার নাম ।