পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Accident : জাতীয় সড়কে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত আরও ছয়

পুরুলিয়ায় পথ দুর্ঘটনা ৷ প্রাণ গেল মহিলার ৷ আহত আরও ছয় ৷ ডাক্তার দেখিয়ে ফেরার পথে বিপত্তি ৷ আহতদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

road accident killed 40 year old woman in purulia
Purulia Accident : জাতীয় সড়কে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত আরও ছয়

By

Published : Oct 1, 2021, 6:49 PM IST

Updated : Oct 1, 2021, 6:55 PM IST

পুরুলিয়া, 1 অক্টোবর : ট্যাংকারের সঙ্গে ছোট যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার ৷ জখম আরও ছয় ৷ দুর্ঘটনাটি ঘটেছে 32 নম্বর জাতীয় সড়কে, পুরুলিয়ার কানুডি মোড়ের কাছে ৷ মৃত মহিলার নাম অঞ্জনা মাহাত ৷ বয়স 40 বছর ৷ তিনি পুরুলিয়া মফঃস্বল থানা এলাকার গাড়াফুসরা গ্রামের বাসিন্দা ছিলেন ৷

আরও পড়ুন :raiganj accident : রায়গঞ্জের বাস দুর্ঘটনায় নয়ানজুলিতে ডুবুরি নামিয়ে তল্লাশি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই এক প্রৌঢ়া অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিয়ে কালিমাটি গিয়েছিলেন পরিবারের সদস্যরা ৷ সঙ্গে ছিলেন কয়েকজন প্রতিবেশী ৷ কালিমাটিতে ডাক্তার দেখিয়ে পুরুলিয়া-রাঁচি (32 নম্বর জাতীয় সড়ক) সড়ক ধরে ফিরছিলেন তাঁরা ৷ সেই সময়েই উল্টোদিক থেকে আসা একটি ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অঞ্জনার ৷ আহত হন বাকি ছ’জন ৷ তাঁদের মধ্যে এক কিশোরী এবং এক মহিলাও রয়েছেন ৷ আহতদের সকলকেই উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন :Coachbehar accident : কোচবিহারে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত 3

এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তারা দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে ৷ আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক ইন্দ্রজিৎ মাহাত বলেন, ‘‘আমরা ধীর গতিতেই যাচ্ছিলাম ৷ কিন্তু জাতীয় সড়কের ওই জায়গায় একটা গর্ত ছিল ৷ সেটা পাশ কাটাতে গিয়েই বিপত্তি ঘটে ৷ তারপর আর কিছু মনে নেই ৷’’প্রসঙ্গত, জাতীয় সড়কে খানা-খন্দ নিয়ে মাঝেমধ্যেই রাজ্যের নানা জায়গায় প্রতিবাদে পথে নামতে দেখা যায় বাসিন্দাদের ৷ এক্ষেত্রেও বেহাল রাস্তাই দুর্ঘটনার কারণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Oct 1, 2021, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details