পুরুলিয়া , 2 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ওই ব্যক্তির নাম সিদ্ধেশ্বর বাউরি (30) । পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের রাজ্য় সড়কের উপর ঘটনাটি ঘটে । ঘটনায় চালক ও খালাসি পলাতক ।
রঘুনাথপুরে ডাম্পারের ধাক্কায় মৃত ব্যক্তি, পলাতক চালক-খালাসি - Road accident
গতকাল ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী বাজার করতে রঘুনাথপুর হাটে গিয়েছিল । বাজার করার পর পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা । ঠিক সেই সময় বরাকরের দিকে যাওয়া একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সিদ্ধেশ্বর বাউরিকে ।
মৃতের বাড়ি রঘুনাথপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের মুনসেফডাঙায় l জানা যায় , গতকাল সিদ্ধেশ্বর বাউরি ও তাঁর স্ত্রী বাজার করতে রঘুনাথপুর হাটে গিয়েছিলেন । বাজার করার পর পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা । ঠিক সেই সময় বরাকরের দিকে যাওয়া একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সিদ্ধেশ্বর বাউরিকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর l এরপরই পালিয়ে যায় চালক ও খালাসি l
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় l খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রঘুনাথপুর থানার পুলিশ । স্বাভাবিক হয় যান চলাচল । আটক করা হয় ডাম্পারটিকে । পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । চালক ও খালাসির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ l