পুরুলিয়া, ১৩ মার্চ: চারচাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা ফাঁড়ির কাছে মানবাজার রোডে। দুর্ঘটনায় গাড়ির দুই আরোহী মারা যান। গুরুতর আহত হন আরও দু'জন। এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
পুরুলিয়ায় গাড়ি-ট্রাকের সংঘর্ষ, মৃত ২ - injured
চারচাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা ফাঁড়ির কাছে মানবাজার রোডে। দুর্ঘটনায় গাড়ির দুই আরোহী মারা যান। গুরুতর আহত হন আরও দু'জন।
ঝাড়খণ্ডের টাটানগর থেকে পুরুলিয়ার দিকে আসছিল গাড়িটি। অন্যদিকে পুরুলিয়া থেকে উলটো দিকে যাচ্ছিল মালবাহী ট্রাকটি। আজ দুপুর ১টা নাগাদ পুরুলিয়ার মানবাজার রোডে গাড়িটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মারা যান একজন। মৃত ওই ব্যক্তিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান।
খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় টামনা ফাঁড়ির পুলিশ। মৃত বা আহত ব্যক্তিদের নাম, পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার পর ট্রাকের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। গাড়ি ও ট্রাকটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।