পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS Result 2022 : বড় হয়ে নার্স হতে চায় উচ্চমাধ্যমিকে দশম স্থানাধিকারী রিয়াঙ্কা - রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়ার রিয়াঙ্কা প্রথম দশে ঠাঁই পেয়েছে

বড় হয়ে নার্স হতে চায় পুরুলিয়ার রিয়াঙ্কা ৷ বোর্ডের পরীক্ষায় সফল হয়ে বেশিরভাগ ছেলেমেয়ে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, তখন পুরুলিয়ার রিয়াঙ্কা যেন আর পাঁচ জনের চেয়ে আলাদা। কারণ সে চায় নার্স হতে (Riyanka Mahato ranked 10th in hs wants to be a nurse) ।

HS Result
উচ্চমাধ্যমিক এবারে পুরুলিয়া জেলায় দ্বিতীয় হয়েছে রিয়াঙ্কা

By

Published : Jun 10, 2022, 8:24 PM IST

পুরুলিয়া, 10 জুন : রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়ার রিয়াঙ্কা প্রথম দশে ঠাঁই পেয়েছে। উচ্চমাধ্যমিক এবারে পুরুলিয়া জেলায় দ্বিতীয় হয়েছে সে ৷ তার পাশাপাশি রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে নপাড়া হাইস্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাতো (Riyanka Mahato ranked 10th in hs wants to be a nurse)। তার প্রাপ্ত নম্বর হল 489 ।

তার বাড়ি কেন্দা থানার পানিপাথর গ্রামে। বড় হয়ে নার্স হতে চাই সে। দিদি প্রিয়াঙ্কা মাহাতোও নার্সিংয়ে পাঠরত। তাই দিদিকে দেখে অনুপ্রাণিত হয়ে সেবিকার কাজকে বেছে নিয়ে মানুষের সেবা করতে চাই রিয়াঙ্কা। শুক্রবার এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইটিভি ভারতকে রিয়াঙ্কা বলে, "নার্সের কাজ করে মানুষের সেবা করা যায় ৷ তাই আমি বড় সেবিকা হতে চাই।" তার এই ফলাফলের জন্য তার বাবা মা এবং শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে রিয়াঙ্কা।

আরও পড়ুন :চরম আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম শিলিগুড়ির রীতা

নিজের বিদ্যালয়ে পরীক্ষা হওয়ায় কি কোনও বাড়তি সুবিধা হয়েছিল ? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে রিয়াঙ্কা জানায়, "নিজের বিদ্যালয়ে পরীক্ষা হওয়ায় ভয়টা ততটা ছিল না।" রিয়াঙ্কার বাবা সুনীল চন্দ্র মাহাতো স্কুল শিক্ষক ৷ মা কবিতা মাহাতো অঙ্গনওয়াড়ি দিদিমণি। মেয়ের সাফল্যে উছ্বসিত বাবা ও মা। রিয়াঙ্কা নিজেও ভীষণ খুশি তার এই ফলাফলে। সে আরও বলে, "আশা করিনি যে রাজ্যের মেধা তালিকায় স্থান অধিকার করতে পারব। তবে পরীক্ষা ভাল হয়েছিল।" রিয়াঙ্কার এই সাফল্যে খুশি ন'পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details