পুরুলিয়া, 10 জুন : রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়ার রিয়াঙ্কা প্রথম দশে ঠাঁই পেয়েছে। উচ্চমাধ্যমিক এবারে পুরুলিয়া জেলায় দ্বিতীয় হয়েছে সে ৷ তার পাশাপাশি রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে নপাড়া হাইস্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাতো (Riyanka Mahato ranked 10th in hs wants to be a nurse)। তার প্রাপ্ত নম্বর হল 489 ।
তার বাড়ি কেন্দা থানার পানিপাথর গ্রামে। বড় হয়ে নার্স হতে চাই সে। দিদি প্রিয়াঙ্কা মাহাতোও নার্সিংয়ে পাঠরত। তাই দিদিকে দেখে অনুপ্রাণিত হয়ে সেবিকার কাজকে বেছে নিয়ে মানুষের সেবা করতে চাই রিয়াঙ্কা। শুক্রবার এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইটিভি ভারতকে রিয়াঙ্কা বলে, "নার্সের কাজ করে মানুষের সেবা করা যায় ৷ তাই আমি বড় সেবিকা হতে চাই।" তার এই ফলাফলের জন্য তার বাবা মা এবং শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে রিয়াঙ্কা।