পুরুলিয়া, 10 সেপ্টেম্বর: পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার তুন্তুড়ি গ্রামের উচ্চশিক্ষিত পরিবার ওঁরা ৷ 12 টি মৌজার জমিদার পরিবারের মেয়ে রিয়া চক্রবর্তী ৷ তাঁর মাদক চক্রে গ্রেপ্তারের ঘটনায় হতবাক গ্রামের বাসিন্দারা ৷ তুন্তুড়ির রিয়াদের আদি বাড়িতেই থাকেন চক্রবর্তী পরিবারের অন্য সদস্যরা ৷ তাঁরা তো বটেই, মানুষেরও বক্তব্য, ফাঁসানো হয়েছে রিয়াকে ৷ ঘটনার সঠিক তদন্তের দাবি তুলছেন তাঁরা ৷
এককালে চক্রবর্তী পরিবারের রীতিমতো প্রভাব ছিল বাঘমুণ্ডিতে ৷ গ্রাম উন্নয়নে রিয়ার দাদু শিরিষ চক্রবর্তীর দান করেন জমি ৷ সেখানেই গড়ে ওঠে গ্রামের স্কুল, হাসপাতাল, মন্দির ৷ চক্রবর্তীদের 332 বছরের পুরোনো দুর্গা পুজো হয় আজও ৷ এই পুজোতেই একত্রিত হত পরিবার ৷ আসতেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, পেশায় সেনাবাহিনীর চিকিৎসক ৷ রিয়ার জন্ম যদিও বেঙ্গালুরুতে তবু 24 বছর আগে ছোট্টো রিয়াও একবার এসেছিলেন গ্রামে ৷ মনে করতে পারেন রিয়ার জ্যাঠতুতো ভাই শৈবাল চক্রবর্তী ৷