পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনাজয়ী পুরুলিয়ার এক বছরের শিশুকে কুর্নিশ প্রশাসনের

পুরুলিয়ায় এক বছরের শিশুকন্যা কোরোনাজয়ী । ফুলের তোড়া ও চকোলেট দিয়ে সংবর্ধনা জানাল জেলা প্রশাসন ।

respect-for-corona-warrior-one-year-child-in-purulia
কোরোনা জয়ী পুরুলিয়ার সর্বকনিষ্ঠাকে কুর্ণিশ জেলাপ্রশাসনের

By

Published : Jul 2, 2020, 12:48 PM IST

পুরুলিয়া, 2 জুলাই : কোরোনা জয় করল একবছরের শিশুকন্যা । কোরোনা জয়ী হিসেবে তাকে কুর্ণিশ জানাল পুরুলিয়া জেলা প্রশাসন । বুধবার পুরুলিয়ার জয়পুরের ব্লক অফিসে আনুষ্ঠানিকভাবে তাকে সম্বর্ধিত করা হল । শিশুটিকে ফুলের তোড়া ও চকলেট উপহার দিয়ে করতালির মাধ্যমে সম্মান জানান জেলাশাসক রাহুল মজুমদারসহ অন্য আধিকারিকরা । শিশুর সঙ্গে তার পরিবারকেও সম্মান জানানো হয় ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউন জারি হওয়ার পর শ্রমিক স্পেশাল ট্রেনে হরিয়ানা থেকে দিল্লি হয়ে জেলায় ফিরেছিলেন ওই শিশুকন্যাসহ তার বাবা-মা । বাবা পেশায় পরিযায়ী শ্রমিক । প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় 3 জনেই কোরোনায় আক্রান্ত । জেলার সর্বকনিষ্ঠ কোরোনা রোগীকে নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছিলেন জেলা স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা ।

দীর্ঘ 14 দিনের লড়াইয়ের পর কোরোনাকে জয় করল ওই শিশু । সুস্থ হয়ে বাড়ি ফেরে । চিকিৎসকরা বলছেন, জেলাবাসীকে সাহস জুগিয়েছে কোরোনাজয়ী শিশুকন্যা ।

এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে অনুষ্ঠানের মধ্য দিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিককর্মী, সিভিক ভলান্টিয়ার ফোর্সসহ বিভিন্ন কোরোনাজয়ীদের পুষ্পস্তবক ও শংসাপত্র দিয়ে সম্মান জানাল পুরুলিয়া জেলা প্রশাসন ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত 24 ঘণ্টায় কোনও কোরোনা আক্রান্তের হদিস মেলেনি । জেলায় এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 91 । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 87 ।

ABOUT THE AUTHOR

...view details