পুরুলিয়া, 4 জুন : নিয়োগ বিজ্ঞপ্তি পুরুলিয়া জেলা প্রশাসনের । নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক । আবেদন করার শেষদিন 21 জুন । আবেদনকারীকে পুরুলিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । নিয়োগ হবে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট , রূপশ্রী প্রকল্পে (মানবাজার মহকুমা ব্যতীত) । নিয়োগ হবে নিম্নলিখিত পদগুলির জন্য ।
অ্যাকাউন্ট্যান্ট :
মোট শূন্যপদ 4 । আবেদনকারীর বয়স 1-1-2019 অবধি 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না । তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী ছাড় পাবেন ।
- প্রয়োজনীয় যোগ্যতা : অনার্স সহ বাণিজ্যে স্নাতক । কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান । MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা । স্প্রেডশিট, ট্যালি, প্রেজ়েন্টেশন প্যাকেজে কাজের অভিজ্ঞতা । সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন : প্রতিমাসে 15 হাজার টাকা । নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।
ডেটাএন্ট্রি অপারেটর :
- মোট শূন্যপদ 23 । এক্ষেত্রেও আবেদনকারীর বয়স 1-1-2019 অবধি 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না ।
- প্রয়োজনীয় যোগ্যতা : যে কোনও শাখায় স্নাতক । MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা থাকতে হবে । প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করায় দক্ষতা প্রয়োজন । এছাড়াও সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
- বেতন : প্রতিমাসে 11 হাজার টাকা । নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।