পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট পুরুলিয়ার সদর হাসপাতালেই - কোরোনা

রাজ্যে বাড়ছে কোরোনা সংক্রমণ । সংক্রমণ মোকাবিলায় র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পুরুলিয়ায় র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট হবে দেবেন মাহাত সদর হাসপাতালেই ।

purulia
পুরুলিয়া

By

Published : Apr 22, 2020, 3:23 PM IST

পুরুলিয়া, ২২ এপ্রিল : কোরোনা মোকাবিলায় র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের তরফে । পুরুলিয়ায় এই টেস্ট হবে দেবেন মাহাত সদর হাসপাতালেই । রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ এসেছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট হবে পুরুলিয়া সদর হাসপাতালেই । সাধারণভাবে সংক্রমণ ছড়ালে এই কাজ হয়ে থাকে । তবে কবে থেকে এই কাজ শুরু হবে তা এখনও ঠিক হয়নি । সেই সিদ্ধান্ত নেবে জেলা স্বাস্থ্য বিভাগ । র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট সদর হাসপাতালে হলেও পুল স্যাম্পল ও লালারস নমুনা পরীক্ষা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেই হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।

পুরুলিয়ায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । কোরোনা সন্দেহে 57জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 55 জনের নেগেটিভ রেজাল্ট এসেছে । ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ায জেলার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে । আগে থেকেই জেলায় মোট 160টি আইসলেশন বেড প্রস্তুত রয়েছে । আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন আটজন । জেলার মোট 39টি কোয়ারানটাইন সেন্টারে 3136টি বেড প্রস্তুত রয়েছে । যার মধ্যে পর্যবেক্ষণে রয়েছেন 512জন এবং হোম কোয়ারানটাইনে রয়েছেন 2342জন ।

ABOUT THE AUTHOR

...view details