পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 27, 2022, 10:39 PM IST

ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : তপন কান্দু খুনে দোষীদের শাস্তি চেয়ে মিছিল ঝালদায়

তপন কান্দুর মৃত্যুর ঘটনায় মৌন মিছিল ঝালদায় (Procession in Jhalda demanding punishment for Tapan Kandu's murderers) ৷ সাধারণ মানুষের পাশাপাশি পায়ে পা মেলালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ৷ হাতে ছিল প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার ৷ সিবিআই তদন্তের দাবিতে এই মিছিল ৷ বিগত 13 মার্চ ঝালদায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷

rally
rally

ঝালদা, 27 মার্চ : অরাজনৈতিক প্রতিবাদী মৌন মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি পায়ে পা মেলালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ৷ পুরুলিয়ার ঝালদা 2 নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্যুর ঘটনায় একের পর এক মিছিলের সাক্ষী থেকেছেন ঝালদার আমজনতা (Jhalda Councillor Murder Case) | তবে রবিবারের এই মিছিল যেন আগের সব মিছিলগুলোকে ছাপিয়ে গিয়েছে ৷

রবিবার বিকেল নাগাদ ঝালদা শহরের আনন্দ বাজার এলাকা থেকে মিছিল শুরু হয় ৷ বিরসা মোড় হয়ে বাসস্ট্যান্ড পেরিয়ে বাঁধাঘাট হয়ে মিছিলটি তপন কান্দুর বাড়িতে গিয়ে শেষ হয় ৷ কয়েক হাজার মানুষ মিছিলে পা মিলিয়েছেন মিছিলে ৷ হাতে ছিল প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার | মৌন মিছিল থেকেই প্লে কার্ডের মাধ্যমে সিবিআই তদন্তের (CBI Inquiry) দাবি ওঠে । আরও দাবি ওঠে, ঘটনার কিনারা সহ দোষীদের খুঁজে বের করে তাদের কঠোরতম শাস্তি দেওয়ার (Tapan Kandu Murder Case) ৷

আরও পড়ুন : Bombs recover from Mallarpur : বীরভূমের মল্লারপুরে 40টি বোমা উদ্ধার

মিছিলে হাঁটতে হাঁটতে এক মহিলা বলেন, "এই লড়াই ঝালদা কে বাঁচানোর লড়াই ৷ একটা তরতাজা প্রাণ চলে গেলো ৷ শহর থেকে কিছুটা দূরে গুলি চললো শুনেছি ৷ কাছাকাছি নাকি পুলিশও ছিল ৷ ঘটনার পর 14 টা দিন পেরিয়ে গেলেও দোষীরা ধরাও পড়লো না ৷ ভাবা যায় এ কোন রাজ্যে বাস করছি আমরা ৷ দোষীরা ধরা না পড়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলবে |" (Jhalda Congress Leader Murder Case)

মিছিলে থাকা কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক (District General Secretary) দেবদুলাল চট্টরাজের কথায়, "মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ৷ আমরাও তাদের এই লড়াইয়ের সঙ্গী হয়েছি ৷" সিপিআইএমের উজ্জ্বল চট্টরাজ বলেন, "শান্ত ঝালদায় এই সংষ্কৃতি কোনোদিন ছিল না ৷ পুলিশ নিজে ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে, ভাবতেও অবাক লাগে |" মিছিলে থাকা ঝালদার প্রাক্তন পৌরপ্রধান তথা পৌরপ্রশাসক প্রদীপ কর্মকার বলেন, "প্রতিবাদের ঝড় উঠেছে ৷ ঝালদার মানুষ আতঙ্কিত ৷ আমরা হাত গুটিয়ে বসে থাকি কি করে ৷ রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ করছি ৷"

আরও পড়ুন : Mamata on State Law and Order : আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মমতার, আসছে 'দিদিকে বলো'র ধাঁচে নয়া পরিষেবা

প্রসঙ্গত, এর আগে 24 মার্চ কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পোস্টারে ছয়লাপ হয়ে যায় ঝালদা পৌরশহর (Jhalda Murder Case)। ঝালদার মূল রাস্তা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দেখা যায় পোস্টার । নিহত তপন কান্দুর ছবি সহ ওই পোস্টারের উপরে লেখা ছিল, 'জাস্টিস ফর তপন কান্দু', নিচে লেখা 'সিবিআই তদন্ত চাই' । উল্লেখ্য, বিগত 13 মার্চ ঝালদা শহর লাগোয়া গোকুলনগর গ্রামের অদূরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷

ABOUT THE AUTHOR

...view details