কুস্তাউর (পুরুলিয়া), 5 এপ্রিল: তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা হোক তাদের ৷ এই দাবিতে ফের রেল রোকো আন্দোলনে সামিল হল আদিবাসী কুড়মি সম্প্রদায় ৷ বুধবার ভোর 5টা থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে শুরু হয় রেল অবরোধ ৷ পাশাপাশি কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলভুক্ত করার দাবিও জানানো হয়েছে। জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুড়মি সম্প্রদায়ের মানুষ আজ কুস্তাউর রেল স্টেশনে জমায়েত করেছেন । সকাল থেকে রেল লাইনে বসে আছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য কুস্তাউর রেল স্টেশনে পুলিশ ও রেল পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
কুড়মি সমাজের রেল রোকো আন্দোলনের জেরে পুরুলিয়া-আদ্রা শাখায় রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে ৷ বেশ কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷ কুড়মি সম্প্রদায়ের অভিযোগ, সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানা করছে পশ্চিমবঙ্গ সরকার ৷ বার বার প্রতিশ্রুতি দিয়েও কোনও লাভ হয়নি ৷ এরই প্রতিবাদে এই রেল রোকো আন্দোলনে সামিল আদিবাসী কুড়মি সমাজ । আন্দোলন কারীদের দাবি, কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।