পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Kurmi Movement: 'সরকার প্রতিশ্রুতি রাখেনি', তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনে কুড়মি সমাজ

কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলভুক্ত করার দাবিতে রেল রোকো আন্দোলনে নামল আদিবাসী কুড়মি সমাজ ৷ তার জেরে বুধবার পুরুলিয়ার খেমাশুলি ও কুস্তাউরে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷

Kurmi Movement
কুস্তাউরে কুড়মি সমাজের আন্দোলন

By

Published : Apr 5, 2023, 9:35 AM IST

Updated : Apr 5, 2023, 9:45 AM IST

তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধ

কুস্তাউর (পুরুলিয়া), 5 এপ্রিল: তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা হোক তাদের ৷ এই দাবিতে ফের রেল রোকো আন্দোলনে সামিল হল আদিবাসী কুড়মি সম্প্রদায় ৷ বুধবার ভোর 5টা থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে শুরু হয় রেল অবরোধ ৷ পাশাপাশি কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলভুক্ত করার দাবিও জানানো হয়েছে। জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুড়মি সম্প্রদায়ের মানুষ আজ কুস্তাউর রেল স্টেশনে জমায়েত করেছেন । সকাল থেকে রেল লাইনে বসে আছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য কুস্তাউর রেল স্টেশনে পুলিশ ও রেল পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

কুড়মি সমাজের রেল রোকো আন্দোলনের জেরে পুরুলিয়া-আদ্রা শাখায় রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে ৷ বেশ কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷ কুড়মি সম্প্রদায়ের অভিযোগ, সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানা করছে পশ্চিমবঙ্গ সরকার ৷ বার বার প্রতিশ্রুতি দিয়েও কোনও লাভ হয়নি ৷ এরই প্রতিবাদে এই রেল রোকো আন্দোলনে সামিল আদিবাসী কুড়মি সমাজ । আন্দোলন কারীদের দাবি, কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো, আদিবাসী কুড়মি সমাজ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রাস বিহারী মাহাতোরা বলেন, "কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে ৷ কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলভুক্ত করতে হবে ৷ এই দাবি দীর্ঘদিনের ৷ এর আগে সরকার বলেছিল, আপনাদের দাবিগুলি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে ৷ কিন্তু তৃণমূল সরকার সেই কথা রাখেনি ৷ তাই আমরা ফের আন্দোলনে নামার ঘোষণা করেছিলাম ৷ সেই অনুযায়ী ভোর 5টা থেকে খেমাশুলি ও কুস্তাউরে রেল অবরোধ কর্মসূচি শুরু করেছি ৷ সরকার আমাদের কিছু বলেনি ৷ তাই এবার যতদিন না দাবি পূরণ হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলছে, চলবে ৷ এই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে ৷ "

উল্লেখ্য, এর আগে 2022 সালের 20 সেপ্টেম্বর থেকে টানা পাঁচ দিন পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে রেল রোকো আন্দোলন করেছিল আদিবাসী কুড়মি সমাজ ৷ স্তব্ধ হয়ে গিয়েছিল রেল চলাচল ৷ তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন কুড়মি সমাজের প্রতিনিধিরা ৷ তবে কথা দিয়ে কথা রাখা হয়নি দাবি করে ফের রেল রোকো আন্দোলনে সামিল হয়েছে কুড়মিরা ৷

আরও পড়ুন: কুড়মিদের ঘাঘর ঘেরা আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল

Last Updated : Apr 5, 2023, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details