নয়াদিল্লি, 3 মার্চ:রাধিকা মদন তাঁর ঝুলিতে নতুন ছবি যোগ করলেন 'সানা' (Radhika Madan New Film) । শুধাংশু সারিয়া পরিচালিত ছবিটি যা একটি সামাজিক নাটক হিসাবে বিবেচিত হয় । এর আগে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে রাধিকা মদন ও সানি কৌশল অভীনিত রোমান্টিক ছবি 'সিদ্ধত' । কিন্তু সানা ছবিতে অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন।
'সানা' ছবি সম্পর্কে রাধিকা বলেছেন এই ছবির অংশ হতে পেরে খুব উচ্ছাসিত। তিনি আরও বলেন, "একজন অভিনেত্রী হিসাবে সবসময় প্রভাবশলী চরিত্রে অভিনয় করতে চাই যা সব চরিত্রের থেকে পার্থক্য তৈরি করে । সানা এমন একটি চরিত্র যা একজন শক্তিশালী উচ্চাকাঙ্খী মহিলার চরিত্র অনুসরণ করে"। তিনি একজন চিত্তাকর্ষক অভিনেত্রী এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছবির মতাদর্শ গুলি তাঁর চরিত্রকেই প্রতিফলিত করে বলে মনে করেন তিনি ৷