পুরুলিয়া, 25 অগস্ট: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুরুলিয়া (Purulia) জেলায় নতুন ব্লক ও শহর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস (TMC New Block and City Committees) ৷ বৃহস্পতিবার নবগঠিত কমিটিগুলির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ তাতে নতুন মুখ 14 ৷ আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশ অনুসারেই নতুন কমিটিগুলির সদস্যদের বেছে নেওয়া হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election 2023) আগে দলের ভাবমূর্তি ফেরানোর উপর জোর দিয়েছেন মমতা ৷ সেই কারণেই জনমানসে গ্রহণযোগ্য নতুন মুখ নেতৃত্বে তুলে আনা হচ্ছে ৷ এমনটা যে হতে পারে, সেই বিষয়ে আগেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছিল ৷ এদিনের পদক্ষেপ তারই ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে ৷
নতুন তালিকা অনুসারে, তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া-1 ব্লক সভাপতি হয়েছেন সঞ্জীবলাল সিংদেও এবং পুরুলিয়া শহর কমিটির সভাপতি হয়েছেন প্রদীপ দাগা ৷ এছাড়াও ঝালদা শহর কমিটিতে চিরঞ্জীব চন্দ্র, বলরামপুর কমিটিতে ধনঞ্জয় মুর্মু, বাঘমুণ্ডী কমিটিতে নিকুঞ্জ মাঝি, আড়ষায় বিদ্যাধর মাহাতো, ঝালদা-1 নম্বর ব্লকে জয়প্রকাশ মাহাত, ঝালদা-2 নম্বর ব্লকে দীপক সিং, হুড়ায় শ্যামনারায়ণ মাহাত, পাড়া কমিটিতে উমাপদ বাউরি, রঘুনাথপুর-2 ব্লকে সঞ্জয় মাহাত, জয়পুর কমিটিতে ধীরেন মাহাত, মানবাজার-2 ব্লকে সুধীর সরেন এবং পুঞ্চায় অশোক মাহাত সংশ্লিষ্ট কমিটিতে জায়গা করে নিয়েছেন ৷