পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় লরির ধাক্কায় মৃত্যু তৃণমূল নেতার - পুরুলিয়ায় পথ দুর্ঘটনা

পুরুলিয়ায় লরির ধাক্কায় মৃত্যু তৃণমূল নেতার । গতরাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে লালপুর-পুঞ্চা রোডে লৌলাড়া কলেজ মোড়ের অদূরে l

TMC leader died in road accident
লরির ধাক্কায় মৃত্যু তৃণমূল নেতার

By

Published : Feb 7, 2020, 12:57 PM IST

পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি : লরির ধাক্কায় মৃত্যু হল পুঞ্চার তৃণমূল অঞ্চল সভাপতির l নাম দুলাল দত্ত । গতরাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে লালপুর-পুঞ্চা রোডে লৌলাড়া কলেজ মোড়ের অদূরে l

মৃত দুলালবাবুর বাড়ি পুঞ্চা থানার ধাদকি গ্রামে l গতকাল পুঞ্চা থেকে দলীয় কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি l সেই সময়, উলটো দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় l

দুলাল দত্ত

আশপাশের বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান l পরে রাতেই তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় l সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে l আজ মৃতদেহের ময়নাতদন্ত হবে ।

দুর্ঘটনার পর থেকেই ঘাতক গাড়িটি পলাতক । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ l

ABOUT THE AUTHOR

...view details