পুরুলিয়া, 19 অগস্ট : 16 অগস্ট রাজ্যে তৃণমূলের সাংগঠনিক রদলবদল ঘটেছে ৷ এক ব্যক্তি এক পদ নীতিতে রাজ্যের প্রায় সবক’টি জেলায় একাধিক রদবদল হয়েছে ৷ যার মধ্যে অন্যতম জঙ্গলমহলের পুরুলিয়া জেলা ৷ সেখানে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গুরুপদ টুডুকে ৷ তাঁর জায়গায় জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন বেলথড়িয়াকে ৷ কিন্তু, সাংগঠনিক এই রদবদলের পর তালাবন্ধ পুরুলিয়ায় তৃণমূলের কার্যালয় ৷ যা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
রাজ্যের প্রতি জেলার প্রতিটি ব্লকে সামান্য উঁকিঝুঁকি দিলেই সামনে চলে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার কার্যত তারই প্রতিফলন দেখা গেল পুরুলিয়া জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদলের পর ৷ এক ব্যক্তি এক পদ নীতি মেনে 16 অগস্ট রাজ্যজুড়ে তৃণমূলের সংগঠনের প্রতিটি স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে ৷ যেখানে পুরুলিয়ার জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডুকে সরিয়ে ওই পদে সৌমেন বেলথড়িয়াকে আনা হয়েছে ৷ কিন্তু, এই রদবদলের পর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে পুরুলিয়ায় তৃণমূলের কার্যালয় ৷