পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia TMC : পুরুলিয়ায় নেই তৃণমূলের স্থায়ী কার্যালয়, তালাবন্ধ ভাড়ার অফিস

পুরুলিয়ায় কোনও স্থায়ী কার্যালয় নেই তৃণমূলের ৷ 16 অগস্ট তৃণমূলের সাংগঠিনক রদবদলের পর এমনই তথ্য সামনে এসেছে ৷ এ নিয়ে প্রাক্তন জেলা সভাপতির দাবি, তিনি ব্যক্তিগত খরচে একটি বাড়ি ভাড়া নিয়ে দলীয় কার্যালয় খুলেছিলেন ৷ কিন্তু তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে ওই দলীয় কার্যালয়ও বন্ধ হয়ে রয়েছে ৷

Purulia TMC Dont have any Permanent Party Office for their Distric Leader
পুরুলিয়ায় নেই তৃণমূলের স্থায়ী কার্যালয়, তালাবন্ধ ভাড়া নেওয়া অফিস

By

Published : Aug 19, 2021, 1:58 PM IST

পুরুলিয়া, 19 অগস্ট : 16 অগস্ট রাজ্যে তৃণমূলের সাংগঠনিক রদলবদল ঘটেছে ৷ এক ব্যক্তি এক পদ নীতিতে রাজ্যের প্রায় সবক’টি জেলায় একাধিক রদবদল হয়েছে ৷ যার মধ্যে অন্যতম জঙ্গলমহলের পুরুলিয়া জেলা ৷ সেখানে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গুরুপদ টুডুকে ৷ তাঁর জায়গায় জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন বেলথড়িয়াকে ৷ কিন্তু, সাংগঠনিক এই রদবদলের পর তালাবন্ধ পুরুলিয়ায় তৃণমূলের কার্যালয় ৷ যা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

রাজ্যের প্রতি জেলার প্রতিটি ব্লকে সামান্য উঁকিঝুঁকি দিলেই সামনে চলে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার কার্যত তারই প্রতিফলন দেখা গেল পুরুলিয়া জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদলের পর ৷ এক ব্যক্তি এক পদ নীতি মেনে 16 অগস্ট রাজ্যজুড়ে তৃণমূলের সংগঠনের প্রতিটি স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে ৷ যেখানে পুরুলিয়ার জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডুকে সরিয়ে ওই পদে সৌমেন বেলথড়িয়াকে আনা হয়েছে ৷ কিন্তু, এই রদবদলের পর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে পুরুলিয়ায় তৃণমূলের কার্যালয় ৷

আরও পড়ুন : TMC inner clash: তৃণমূলের রদবদলে গোষ্ঠী সংঘর্ষ, মৃত 1 কর্মী

এ নিয়ে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘‘আমাদের তো দলের তরফে কোনও স্থায়ী অফিস ছিল না ৷ তবে, আমি ব্যক্তিগতভাবে নিজের খরচে একটা বাড়িতে অফিস খুলেছিলাম ৷ এখন আমি সভাপতি পদ থেকে বাদ পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ওটা বন্ধ হবে ৷ এতে বিতর্কের কিছু নেই ৷’’ এনিয়ে জানতে সদ্য জেলা তৃণমূলের সভাপতি হওয়া সৌমেন বেলথড়িয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি ৷

ABOUT THE AUTHOR

...view details