পুরুলিয়া, 23 অগস্ট: আমূল দুধ কোম্পানির কন্টেইনার বিশিষ্ট গাড়ির ভিতরে গরু! মঙ্গলবার ওই গাড়ি যখন পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত পুরুলিয়া-বাঁকুড়া 60(এ) জাতীয় সড়ক (NH-60A Purulia Bankura) অতিক্রম করছিল ছিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে (Road Accident in Purulia)। গাড়ি উলটে যাওয়ার পরই সকলের চক্ষু চড়কগাছ ৷ দুধের গাড়ির ভিতরে প্রায় 25টি গরু ৷
ঘটনায় বেশ কয়েকটি গরু মারা গিয়েছে, এবং 10টির বেশি গরু আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রামবাসীদের সহায়তায় গরুগুলিকে উদ্ধার করা হয়। যদিও ঘটনার পর গাড়ির চালক ও খালাসিকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আমূল দুধের কন্টেইনারের ভিতর সবার চোখকে ধুলো দিয়ে কীভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল।
গাড়ি উলটে যাওয়ার পরই সকলের চক্ষু চড়কগাছ এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারির অভিযোগ, "পুষ্পা সিনেমার (Pushpa: The Rise) কায়দায় গরু পাচার হচ্ছিল। পুরুলিয়াতেও গরুপাচার রমরমিয়ে চলছে । তারই প্রমাণ এই ঘটনা।" যদিও এ বিষয়ে শাসক দলের নেতারা মুখ খুলতে নারাজ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় টুইট করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও পডুন:গরু বোঝাই বড় লরির জন্য 20 হাজার, মুখবন্ধ খাম পৌঁছে যেত থানায়
জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত জানান, গাড়ির চালক ও খালাসিকে আটক করা হয়েছে । 5টি গরু মারা গিয়েছে। বিহারের ঔরঙ্গাবাদ থেকে গরু নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল কন্টেইনারটি। চালক ও খালাসির কাছে থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে মূলত চাষবাসের কাজের জন্য গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও গোটা বিষয়টি নিয়ে একটি মামলা রুজু করে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।" অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনায় টুইট করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷