পুরুলিয়া, 20 মার্চ : সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন পুরুলিয়ার এক ব্যক্তি ৷ বাড়ি আসার পর থেকেই জ্বর, সরদি, কাশি, শ্বাসকষ্ট হয় তাঁর ৷ কোরোনা আক্রান্ত সন্দেহে গতরাতে পুরুলিয়া সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় পুরুলিয়ার হুড়ার ওই ব্যাক্তিকে ।
পুরুলিয়ায় আইসোলেশনে ভরতি দুবাই ফেরত ব্যক্তি - কোরোনাভাইরাসের লক্ষণ
প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়ার এক ব্যক্তিকে কোরোনা সন্দেহে আইসোলেশনে রাখলেন চিকিৎসকরা ৷ সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন ওই ব্যক্তি ।
Purulia reports
ওই ব্যক্তির পরিবারের তরফে খবর, হুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানোর পর ওই ব্যক্তিকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে তাকে আইসোলেশনে রেখেছেন চিকিৎসকেরা ।
মাসখানেক আগে কর্মসূত্রে দুবাইয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি । সেখান থেকেই কয়েকদিন আগে ফেরেন ৷