পুরুলিয়া, 14 জানুয়ারি: 'আসছে মকর দুদিন সবুর কর, তোরা মুড়ি পিঠা জোগাড় কর।' না আর দু'দিন অপেক্ষা করতে হবে না ৷ একদিন পরেই যে মকর সংক্রান্তি ৷ আর এদিন তামাম পুরুলিয়া জেলাবাসী মেতে উঠবেন টুসু পরবে । মকর সংক্রান্তি উপলক্ষে যে উৎসব হয়, সেটি পুরুলিয়া জেলায় মকর পরব বা টুসু পরব (Tusu Festival) নামে পরিচিত । পুরুলিয়া জেলাবাসীর প্রাণের উৎসব হল এই টুসু এবং ভাদু । আর তাই এই টুসু পরবকে ঘিরে জেলাবাসীর উন্মাদনা থাকে তুঙ্গে ।
টুসু বিক্রির বাজার:আজ পুরুলিয়ার হাট বাজারগুলিতে দেখা গিয়েছে থিকথিকে ভিড় ৷ টুসু কেনার জন্য ভিড় জমিয়েছেন জেলার প্রচুর মেয়ে-বউরা । সাধারণত কুমারীরাই এই টুসু পুজো করেন ৷ গান গেয়ে টুসুর জাগরণ করেন এবং প্রাণের টুসুকে বিদায়ও জানিয়ে থাকেন । জেলার নানান জায়গায় টুসু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে । তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর টুসু বিক্রি কম হচ্ছে বলে দাবি বিক্রেতাদের । তাই স্বাভাবিকভাবেই মন ভালো নেই তাঁদের ৷ বিক্রেতাদের আক্ষেপ টুসু তৈরি করার সরঞ্জামের দাম বাড়ছে, অথচ বেশি দামে টুসু বিক্রি হচ্ছে না । এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ৷