পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্ত এলাকায় ড্রোন ক্যামেরায় নজরদারি পুরুলিয়া জেলা পুলিশের - লকডাউন

সচেতনতার সঙ্গে কোনওরকম আপোস করতে নারাজ পুরুলিয়া জেলা পুলিশ । সীমান্তবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি । বহিরাগতদের প্রবেশ বন্ধ করতেই এইভাবে নজরদারি চালু করা হয়েছে ।

aa
নজরদারি

By

Published : Apr 28, 2020, 12:45 PM IST

Updated : Apr 28, 2020, 1:01 PM IST

পুরুলিয়া, 28 এপ্রিল : এবার পুরুলিয়ায় সদরের পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতেও বহিরাগতদের প্রবেশ রুখতে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু করল পুলিশ । একইসঙ্গে জেলার প্রতিটি থানা এলাকায় হেঁটে এবং বাইকে করে চলছে পুলিশের টহলদারি । লকডাউনে অকারণে রাস্তায় বেরিয়ে পড়া সাধারণ মানুষকে গৃহবন্দী রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ ।

কোরোনা মোকাবিলায় এক মাসের বেশি সময় ধরে দেশজুড়ে চলছে লকডাউন । সাধারণ মানুষও আজ অনেকটাই সচেতন । বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ কেউই । সাধারণ মানুষকে গৃহবন্দী রাখতে জেলা পুলিশ প্রশাসনও নিয়েছে একাধিক পদক্ষেপ । অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও সাধারণ মানুষকে সচেতন করতে চলছে ট্যাবলো প্রচার । রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং । পুরুলিয়ায় ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছেন পুলিশকর্মীরা । অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হচ্ছে । পুলিশের এই কড়া ভাবমূর্তি দেখে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না । তবে দু'একটা জায়গায় বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা চোখে পড়ছে । কেউ কেউ লকডাউন না মেনে রাস্তায় বেরিয়ে পড়ছেন অযথা । সেই কারণে আরও কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ ।

সীমান্ত এলাকায় ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি

পুরুলিয়া সদর এলাকার পাশাপাশি জেলার সীমান্ত এলাকাগুলিতেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা । বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া সীমান্ত এলাকায় শুরু করা হয়েছে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি । বহিরাগতদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ । প্রতিটি থানা এলাকায় এবং সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বাইকে করে এবং প্রত্যন্ত এলাকায় হেঁটে দু'বেলা টহলদারি চালাচ্ছে পুলিশ । একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে কোরোনা মোকাবিলার বিষয়ে । জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদরের পাশাপাশি ঝালদা, জয়পুর ও অন্যান্য সীমান্ত এলাকাগুলিতে বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা । ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে । বহিরাগতদের প্রবেশ রুখতেই এই পদক্ষেপ । এছাড়াও প্রতিটি থানা এলাকায় পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে টহলদারি চালানো হচ্ছে । অকারণে বাইরে বেরোনো মানুষদের গৃহবন্দী রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে ।

হেঁটেই চলছে পুলিশি টহল
Last Updated : Apr 28, 2020, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details