পুরুলিয়া, 19 মে :সাফল্য় পুরুলিয়া পুলিশের ৷ ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ ৷ লোকোসেড পাড়ায় জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে বৃহস্পতিবার আটক করে ডাকাতির ছক বানচাল করেছে পুরুলিয়া পুলিশ ৷ ডাকাতি জন্য নিয়ে আসা একাধিক সরঞ্জাম-সহ 4 দুষ্কৃতীদের আজ গ্রেফতার করেছে পুলিশ (Police Stopped Robbery) ৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ, বৃহস্পতিবার স্থানীয় লোকোসেড পাড়ায় হানা দেয় পুলিশ ৷ পুলিশ দেখে কয়েকজন পালিয়ে যায় ৷ বাকি 4 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হল নরেন সিং মুড়, অর্জুন দাস, রাজু সহিস ও সম্রাট ঘটক ৷ ধৃতদের মধ্যে তিন জন পুরুলিয়া শহরের বাসিন্দা হলেও, নরেন কোটশিলা থানা এলাকার বাসিন্দা ৷