পুরুলিয়া, 29 মার্চ : লকডাউনের জেরে বন্ধ মদের দোকান ও হোটেল । তাই রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার l এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ । উদ্ধার হয় প্রচুর চোলাই মদ ।
গতকাল সন্ধে থেকেই অভিযান চালায় ঝালদা থানার পুলিশ l ঝাড়খণ্ড লাগোয়া ওন্দা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার হওয়া চোলাই নষ্ট করা হয় । একইসঙ্গে চোলাই তৈরির সরঞ্জামও নষ্ট করে দেওয়া হয় l আজ সকালেও ইচাগ এলাকায় চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ l তবে এই কারবারের সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি ।