পুরুলিয়া, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ তার জেরে রক্তের সংকট দেখা দিয়েছে রাজ্যের প্রতিটি হাসপাতালে ৷ তা মেটাতে জেলা পুলিশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে উদ্যোগী হল পুরুলিয়া জেলা পুলিশ ৷ পাশাপাশি, গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা ৷
সংকট মেটাতে রক্তদান পুরুলিয়া জেলা পুলিশের - জেলায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন পুরুলিয়া জেলা পুলিশের
একাধিক জায়গায় দেখা দিয়েছে রক্তের সংকট । তা মেটাতে রক্তদানে করছে পুরুলিয়া জেলার পুলিশ কর্মীরা ।
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে জমায়েত এড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এর জেরে একাধিক রক্তদান শিবিরও বন্ধ হয়েছে ৷ ফলে হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট ৷ মূলত থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েছেন ৷ তাই এই রক্তের সংকট মেটাতে রাজ্য পুলিশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই আহ্বানেই সাড়া দিয়ে পুরুলিয়া জেলা পুলিশের তরফে থানায় থানায় আয়োজিত হচ্ছে রক্তদান শিবির ৷ রক্তদান শেষে প্রত্যেক পুলিশকর্মীকে রাজ্য সরকারের তরফে 1 হাজার টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হচ্ছে ৷
পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, " রাজ্যের সমস্ত হাসপাতালে এই সময় রক্তের সমস্যা দেখা দিয়েছে ৷ কারণ জমায়েত এড়াতে বর্তমানে কোনও সংস্থা বা ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের ৷ সেই কারণেই পুরুলিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ইতিমধ্যেই 100 জনেরও বেশি পুলিশ কর্মী রক্তদান করেছেন ৷ তাঁদের সকলকেই 1 হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হচ্ছে ৷ জেলা পুলিশ সাধ্যমতো গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন ৷ "