পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia New Born Baby Died : ঝোপে পড়ে সদ্যোজাত, খেল পিঁপড়েতে - পুরুলিয়া

বুধবার সকালে পুরুলিয়ার রুদড়া গ্রামে এক ঝোপের কাছ থেকে উদ্ধার হয় এক নব-জাতকের দেহ ! অভিযোগ, প্রথমে ওই নবজাতকের দেহে প্রাণ ছিল ৷ কিন্তু তখন কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি ৷

Purulia New Born Baby Died
ঝোপে পড়ে সদ্যোজাত, খেল পিঁপড়েতে, অমানবিক ঘটনা পুরুলিয়ায়

By

Published : Oct 6, 2021, 7:55 PM IST

Updated : Oct 6, 2021, 8:40 PM IST

পুরুলিয়া, 6 অক্টোবর : এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়া মফস্বল থানার রুদড়া গ্রাম৷ বুধবার সকালে এই গ্রামে এক ঝোপের কাছে পড়ে থাকতে দেখা যায় এক নব জাতকের দেহ ৷ অভিযোগ, প্রথমে ওই নবজাতকের দেহে প্রাণ ছিল ৷ কিন্তু তখন কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি ৷

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সুকুমার পান্ডে বলেছেন, "সকালে প্রথম দিকে জীবিত ছিল শিশুটি, পরে মারা যায়৷" এদিন দুপুর নাগাদ ইটিভি ভারত-এর প্রতিনিধি মারফৎ খবর যায় থানায় ৷ তারপরেই বিষয়টি জানতে পারে পুলিশ ৷ অভিযোগ, বিকেল ৪ টে নাগাদ পুলিশ যখন আসে ততক্ষণে ওই সদ্যোজাতের দেহে আর প্রায় কিছুই অবশিষ্ট ছিল না৷ তাকে ঘিরে ধরেছিল বড় বড় কালো রঙের পিঁপড়ে৷ এভাবেই বৃষ্টির মধ্যে, সকাল থেকে সন্ধ্যা সেখানে পড়ে থেকে শেষ হয়ে যায় একটি প্রাণ ৷ পরে পুলিশ এলেও ওই একরত্তির প্রাণহীন অবশিষ্ট দেহ না নিয়েই খালি হাতে ফেরেন তাঁরা ৷

আরও পড়ুন : Bomb Blast: কালিয়াচকে জ্বালানির কাঠ সংগ্রহে গিয়ে মজুত বোমা বিস্ফোরণ, আহত দুই কিশোর

কিন্তু এই অমানবিক ঘটনা তুলে দিয়ে গেল অনেকগুলি প্রশ্ন, যা নিয়ে পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, "এই গ্রামে ৬-৭ জন সিভিক ভলান্টিয়ার রয়েছে তাঁদের কাজটা কী ? সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত শিশুটি পরে রইল অথচ কোনও সিভিক ভলান্টিয়ার থানায় খবরও দিল না ৷ আগে উদ্ধার হলে শিশুটি হয়ত বেঁচে যেত ৷"

Last Updated : Oct 6, 2021, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details