পুরুলিয়া, 20 নভেম্বর: মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় ৷ রাজ্যের পুরুলিয়া শহরে জনবহুল এলাকায় একটি মোবাইল দোকানে চুরি হয়েছে । চুরি গিয়েছে কয়েক লক্ষ টাকার মোবাইল ।
রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরের 3 নম্বর ওয়ার্ডের ট্যাক্সিস্ট্যান্ড এলাকায় । এদিন দোকানের কর্মচারীরা দোকানের শার্টার খুলতেই দেখেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের খাপ, দোকানের ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । তখনই তাঁরা বুঝতে পারেন চুরি হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ৷