পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি: অবশেষে ঘরে ফিরল ঘরের ছেলে (Student Return to Home)৷ হদিশ মিললো পুরুলিয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে নিখোঁজ হয়ে যাওয়া সপ্তম শ্রেণির ছাত্র জয়ন্ত গোপের। রবিবার তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসার পর পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হন। আর তারপর সোমবার সকালেই খোঁজ মেলে ওই পড়ুয়ার ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশও জানতে পারে যে ছেলেটি বাস-স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছে । পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার নতুনডি গ্রামে একটি মন্দিরে ছেলেটিকে বসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে ও ছেলেটির পরিবারকে খবর দেন । তারপর সোমবার বিকেলে রঘুনাথপুর থানা থেকে ছেলেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া সদর থানায় ৷ তারপর চাইল্ড লাইনের মাধ্যমে ওই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় । 48 ঘণ্টার মধ্যেই ছেলেকে ফিরে পেয়ে যারপরনাই খুশি তার বাবা হরিপদ গোপ ।