পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Missing Student Found: 48 ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল ইংলিশ মিডিয়াম স্কুলের হস্টেল থেকে উধাও ছাত্রের - Class 7 Student Missing from Hostel

হস্টেল থেকে ছাত্র নিখোঁজের ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে ছিল পুরুলিয়া শহরে (Class 7 Student Missing from Hostel)৷ পুলিশে অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা ৷ ঘটনার 48 ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল ছাত্রের ৷

Missing Student Find out
খোঁজ মিলল ইংলিশ মিডিয়াম স্কুলের হস্টেল থেকে উধাও ছাত্রের

By

Published : Feb 20, 2023, 11:04 PM IST

পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি: অবশেষে ঘরে ফিরল ঘরের ছেলে (Student Return to Home)৷ হদিশ মিললো পুরুলিয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে নিখোঁজ হয়ে যাওয়া সপ্তম শ্রেণির ছাত্র জয়ন্ত গোপের। রবিবার তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসার পর পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হন। আর তারপর সোমবার সকালেই খোঁজ মেলে ওই পড়ুয়ার ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশও জানতে পারে যে ছেলেটি বাস-স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছে । পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার নতুনডি গ্রামে একটি মন্দিরে ছেলেটিকে বসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে ও ছেলেটির পরিবারকে খবর দেন । তারপর সোমবার বিকেলে রঘুনাথপুর থানা থেকে ছেলেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া সদর থানায় ৷ তারপর চাইল্ড লাইনের মাধ্যমে ওই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় । 48 ঘণ্টার মধ্যেই ছেলেকে ফিরে পেয়ে যারপরনাই খুশি তার বাবা হরিপদ গোপ ।

আরও পড়ুন :হস্টেল থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির পড়ুয়া, চাঞ্চল্য পুরুলিয়ায়

ছেলেকে ফিরে পেয়েই এদিন তিনি বলেন, "ছেলের কাছ থেকে জানতে পারলাম সে বাসে চেপে রঘুনাথপুর শহরে আসে (Purulia News) । তারপর সেখান থেকে আলপথ ধরে নতুনডি গ্রামে একটি মন্দিরে রাত্রি যাপন করে ৷ সোমবার সকালে স্থানীয়রা ছেলেটিকে চিনতে পেরে আমাদের জানান । সে কীভাবে চলে এসেছে তার কিছুই সে বুঝে উঠতে পারেনি বলে আমাদের বলেছে ।" তবে যে পড়ুয়াকে নিয়ে এত ধুন্ধুমার, সেই পড়ুয়া জয়ন্ত গোপ জানায়, স্কুলের হস্টেলে পিয়াঁজ-রসুন খেতে তার ভালো লাগছিল না ৷ তাই সে চলে যায় ৷ যাবার সময় তার সঙ্গে থাকা গীতা হাতে নিতে ভোলেনি ৷

প্রসঙ্গত, শুক্রবার পুরুলিয়ার নামি ইংরাজি মাধ্যম স্কুলের হস্টেলে ওই পড়ুয়াকে রেখে এসেছিলেন তার বাবা ৷ রবিবার সকালে স্কুল থেকে ফোন করে ওই পড়ুয়ার নিখোঁজের কথা জানানো হয়েছিল ৷ তারপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশ তৎপরতার সঙ্গে ছেলে খুঁজে দেওয়ায় খুশির হাওয়া পরিবারে ৷

ABOUT THE AUTHOR

...view details