পুরুলিয়া, 14 ডিসেম্বর:মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তি থাকলেই যে অভাবকে জয় করে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ পুরুলিয়ার সরস্বতী মাহাতো (Purulia Girl Selling Milk, Maintaining Family and Her Studying)। অভাবের সংসার সরস্বতীদের। তাই গাভী পালন করে তার দুধ বিক্রি করে সংসার খরচে বাবাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন পুরুলিয়ার শিমুলিয়ার বাসিন্দা সরস্বতী মাহাতো।
বুধবার পুরুলিয়ার প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালনের অনুষ্ঠানে তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে ভবিষ্যতে পড়াশোনায় সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। এদিন এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সরস্বতী বলেন, "বাড়িতে অভাব তাই যতদিন না-পর্যন্ত কোনও সরকারি চাকরি কিছু পাচ্ছি ততদিন এই গাভী পালন করে স্বনির্ভর হতে চাই।" সরস্বতীর বাড়িতে চারজন সদস্য বাবা, মা, ভাই ও তিনি নিজে।