পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Unique Fame for Purulia Girl: সচিনের সঙ্গে ফুটবল খেলে বিখ্যাত পুরুলিয়ার গোলাপি - football with Sachin Tendulkar

সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar played football with this girl from Purulia) সঙ্গে ফুটবল ময়দানে নেমে খেলার সুযোগ পেয়ে খুশি পুরুলিয়ার পুঞ্চা থানার পাক বিড়রা গ্রামের গোলাপি বাস্কে ।

Sachin Tendulkar
সচিনের সঙ্গে মাঠে ফুটবল খেলে বিখ্যাত পুরুলিয়ার মেয়ে

By

Published : Nov 28, 2022, 8:50 AM IST

Updated : Nov 28, 2022, 9:09 AM IST

পুরুলিয়া, 28 নভেম্বর: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে ফুটবল ময়দানে নেমে খেলার সুযোগ পেয়ে এখন রীতিমত সেলিব্রিটি পুরুলিয়ার পুঞ্চা থানার পাক বিড়রা গ্রামের গোলাপি বাস্কে (This Purulia girl played football with Sachin Tendulkar) । ইউনিসেফ-এর উদ্যোগে আয়োজিত সচিন তেন্ডুলকর একাদশ ও আয়ুষ্মান খুরানা একাদশ-এর একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন পুরুলিয়ার আদিবাসী মেয়েটি । মাঠে সচিন তেন্ডুলকরকে পেয়ে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে ।

ক্রিকেটের ভগবানের দেখা পেয়ে স্বভাবতই খুশি গোলাপি । শুধু অটোগ্রাফ নয়, জার্সিতে সচিনের সইও মিলেছে । এখনও যেন সবটা বিশ্বাস হচ্ছে না তার। জীবনে কোনওদিন ভাবেনি সে যে সচিনের (Sachin Tendulkar) সঙ্গে মাঠে ফুটবল খেলতে পারবে । ইউনিসেফ (UNICEF) -এর কর্মকর্তারা একবার পাকবিড়রা এসেছিলেন । তখন তাদের চোখে পড়ে গোলাপির খেলা । আর তারপরই আসে সুযোগ ।

আরও পড়ুন:সচিন, লতার সঙ্গে মমতার তুলনা টেনে বিতর্কে বিধায়ক রাজ

Last Updated : Nov 28, 2022, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details