পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে অযোধ্যা পাহাড়ে জেলাশাসক - মাটির সৃষ্টি প্রকল্পে পুরুলিয়া

পুরুলিয়ায় মাটির সৃষ্টি প্রকল্পে 100দিনের কাজ চলছে । আজ সেই কাজ পরিদর্শনে গেলেন পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার ।

ayodhya
ayodhya

By

Published : Jul 1, 2020, 7:30 PM IST

পুরুলিয়া, 1জুলাই : মাটির সৃষ্টি প্রকল্পের কাজচলছে অযোধ্যা পাহাড়ে । আজ খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারlআজ সকালে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকেরঅযোধ্যা পাহাড়ের উপরে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ দেখতে পৌঁছানlসেখানে শ্রমিকদের সঙ্গে কথাও বলেনতিনিlটাকাপয়সা ঠিক সময়ে পাচ্ছেন কি না খোঁজ নেনl

আজপরিদর্শনের সময়ে পাহাড়ে ফল চাষের পরিকল্পনা করেন রাহুল মজুমদার । পাশাপাশি পাহাড়কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করা নিয়েও পরিকল্পনা করেন জেলাশাসক ও তাঁর বিশেষ দলlজমিকে আরও কার্যকরীভাবে ব্যবহার করাএবং বর্ষার জলকে তৎক্ষণাৎ কাজে লাগানোর বিষয়ে ব্লু-প্রিন্ট তৈরি করে পরিকল্পনাগ্রহণ করা হয়l

বন্ধ্যাজমিকে উর্বর করে তুলতে এবং সাধারণ মানুষকে100দিনের কাজ দিতে রাজ্য সরকারের উদ্যোগেশুরু হয় মাটির সৃষ্টি প্রকল্পের কাজlপুরুলিয়াতেও কোরোনা পরিস্থিতির মধ্যেইজেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে100দিনের কাজlএই100দিনেরকাজ কেমন চলছে,পরিযায়ীশ্রমিকরা কাজ পাচ্ছেন কি না তা জানতে মাঝেমধ্যেই এলাকা পরিদর্শন করছেন জেলাশাসক ।

আজবাঘমুণ্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের উপরে পরিদর্শনে যান রাহুল মজুমদারlসাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়েওখোঁজ নেনlআজঅযোধ্যা পাহাড়ের উপর কুচড়িরেখা,হাতিনাদা,ভুইন্ধরা গ্রামে100দিনের কাজের বাস্তব রূপ খতিয়ে দেখেনজেলাশাসক রাহুল মজুমদারl

জেলাশাসকজানান,অযোধ্যাপাহাড়ের উপরে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ খুব ভালোভাবেই চলছেlবর্তমান কোরোনা পরিস্থিতিতেও নিজেদেরএলাকায়100দিনেরকাজ পেয়ে খুশি শ্রমিকরাlআগামীদিনে পাহাড়ে ফলের চাষ করার পাশাপাশি মাছ চাষ করার চিন্তাভাবনা রয়েছেlপাশাপাশি ছোটো ছোটো পুকুর খনন করেটমেটো চাষ ও অন্যান্য সবজি বাজার জাত করার পরিকল্পনা করা হয়েছেlপাহাড়ের মাটি আরও উর্বর করে তোলা এবংবর্ষার জল ধরে রাখার জন্য পাহাড় কেটে পুকুর খনন করারও পরিকল্পনা রয়েছেl

ABOUT THE AUTHOR

...view details