পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ার থানাগুলিতে জীবাণুমুক্তি শুরু জেলা পুলিশের - কোভিড-19

থানাগুলিতে রোজই মানুষের সমাগম লেগে থাকে l এছাড়া পুলিশকর্মীরাও রোজ একাধিক মানুষের সংস্পর্শে আসছেন l তাই বাজার এলাকা, পথঘাট স্যানিটাইজ় করার পাশাপাশি বুধবার থেকে পুরুলিয়া জেলা থানাগুলিকেও জীবাণুমুক্তির কাজ শুরু করল জেলা পুলিশ ও দমকল l

পুরুলিয়ায় থানাগুলিতে জীবাণুমুক্তির কাজ শুরু করল জেলা পুলিশ
পুরুলিয়ায় থানাগুলিতে জীবাণুমুক্তির কাজ শুরু করল জেলা পুলিশ

By

Published : Apr 29, 2020, 7:30 PM IST

পুরুলিয়া, 29 এপ্রিল: পুরুলিয়া জেলা পুলিশ ও দমকল বিভাগের যৌথ উদ্যোগে শুরু হল জেলার বেশ কয়েকটি থানা জীবাণুমুক্তির কাজ l এদিন পুরুলিয়া টাউন থানা, পুরুলিয়া সদর কোর্ট পাড়া থানা, জয়পুর থানা, সুইসা ফাঁড়ি সহ একাধিক থানা এদিন স্যানিটাইজ় করা হয় ৷

থানাগুলিতে রোজই মানুষের সমাগম লেগে থাকে l এছাড়া পুলিশকর্মীরাও রোজ একাধিক মানুষের সংস্পর্শে আসছেন l তাই বাজার এলাকা, পথঘাট স্যানিটাইজ় করার পাশাপাশি বুধবার থেকে পুরুলিয়া জেলা থানাগুলিকেও জীবাণুমুক্তির কাজ শুরু করল জেলা পুলিশ ও দমকল l এভাবে প্রতিদিনই থানা জীবাণুমুক্তির কাজ চলবে বলে জানা গেছে l

থানার ভেতর চলছে স্যানিটাইজ়িংয়ের কাজ

কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন l বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ সাধারণ মানুষ l বেরোলেও মাস্ক বা হ্যান্ড গ্লাভস পরে বেরোচ্ছেন l পুরুলিয়া পুলিশ প্রশাসন মানুষকে গৃহবন্দী রাখতেই নিয়েছে একাধিক উদ্যোগ l সামাজিক দূরত্ব বজায় রাখতে মূল হাট স্থানান্তর করা হয়েছে রাস্তার উপর l একাধিকবার বাজার এলাকাও স্যানিটাইজ় করা হয়েছে l আর আজ থেকে থানা চত্বরগুলিতেও স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয়ে গেল l

এই বিষয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, "আজ বেশ কয়েকটি থানা স্যানিটাইজ় করা হল l আগামীদিনে প্রতিটি থানা এলাকা স্যানিটাইজ় করা হবে l"

ABOUT THE AUTHOR

...view details