পুরুলিয়া, 7 মে : পুরুলিয়ায় করোনার সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন খোদ জেলাশাসক ৷ সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভা ও পুলিশের একাধিক আধিকারিক ।
রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । গত 24 ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 311 । তাই এবার সংক্রমণ ঠেকাতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলার পুলিশ প্রশাসন । একেবারে রাস্তায় নেমে সচেতন করা হল সাধারণ মানুষকে । সামাজিক দূরত্ব মেনে চলা এবং সকলকে নাক-মুখ ঢেকে দৈনন্দিন কাজে বেরোনোর বার্তা দেন সদ্য পুরুলিয়ায় দায়িত্ব নেওয়া জেলাশাসক রাহুল মজুমদার । তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভা ও পুলিশের একাধিক আধিকারিক ।