পুরুলিয়া, 10 এপ্রিল : 45 দিনের মধ্যে পেশ করতে হবে তদন্ত সংক্রান্ত রিপোর্ট ৷ হাইকোর্টের নির্দেশে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় তদন্তে গতি আনতে তৎপর সিবিআই আধিকারিকেরা ৷ ঘটনায় এখনও পর্যন্ত ধৃত চার জনের মধ্যে 3 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শনিবারই পুরুলিয়া জেলা আদালতে আবেদন করার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ কিন্তু শনিবার আদালত বন্ধ থাকায় সে প্রক্রিয়া সম্পন্ন হয়নি ৷ রবিবারও বন্ধ ছিল কোর্ট ৷ কিন্তু এদিন জরুরি ভিত্তিতে আবেদন করে ধৃত নরেন কান্দু, কলেবর সিং ও আশিক খানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।
কলেবর সিংকে 5 দিন ও বাকি দু'জনকে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় পুরুলিয়া জেলা আদালত (Purulia District Court orders CBI custody for 3 arrested in Jhalda councillor murder case)। উল্লেখ্য, রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হয়েছিলেন এই 3 জন ৷ এদিন আদালতের কাছে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানায় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে রবিবার আদালত খুলে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হয় ৷ ঘটনায় গ্রেফতার আরেক অভিযুক্ত দীপক কান্দু বর্তমানে জেল হেফাজতে রয়েছে ৷