পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : তপন কান্দু হত্যা মামলায় তিন অভিযুক্তকে হেফাজতে নিল সিবিআই - Purulia District Court orders CBI custody for 3 arrested in Jhalda councillor murder case

কলেবর সিংকে 5 দিন ও বাকি দু'জনকে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় পুরুলিয়া জেলা আদালত (Purulia District Court orders CBI custody for 3 arrested in Jhalda councillor murder case)। উল্লেখ্য, রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হয়েছিলেন এই 3 জন ৷

Jhalda Councillor Murder Case
তপন কান্দু হত্যা মামলায় তিন অভিযুক্তকে হেফাজতে নিল সিবিআই

By

Published : Apr 10, 2022, 9:02 PM IST

পুরুলিয়া, 10 এপ্রিল : 45 দিনের মধ্যে পেশ করতে হবে তদন্ত সংক্রান্ত রিপোর্ট ৷ হাইকোর্টের নির্দেশে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় তদন্তে গতি আনতে তৎপর সিবিআই আধিকারিকেরা ৷ ঘটনায় এখনও পর্যন্ত ধৃত চার জনের মধ্যে 3 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শনিবারই পুরুলিয়া জেলা আদালতে আবেদন করার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ কিন্তু শনিবার আদালত বন্ধ থাকায় সে প্রক্রিয়া সম্পন্ন হয়নি ৷ রবিবারও বন্ধ ছিল কোর্ট ৷ কিন্তু এদিন জরুরি ভিত্তিতে আবেদন করে ধৃত নরেন কান্দু, কলেবর সিং ও আশিক খানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।

কলেবর সিংকে 5 দিন ও বাকি দু'জনকে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় পুরুলিয়া জেলা আদালত (Purulia District Court orders CBI custody for 3 arrested in Jhalda councillor murder case)। উল্লেখ্য, রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হয়েছিলেন এই 3 জন ৷ এদিন আদালতের কাছে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানায় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে রবিবার আদালত খুলে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হয় ৷ ঘটনায় গ্রেফতার আরেক অভিযুক্ত দীপক কান্দু বর্তমানে জেল হেফাজতে রয়েছে ৷

আরও পড়ুন : ঝালদা কাউন্সিলর খুনে ক্লোজ পুলিশ কর্মীদের জেরায় ডাক সিবিআইয়ের

হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও ষড়য়ন্ত্র রয়েছে এবং ঘটনায় বড় কোনও মাথা জড়িত বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ ঘটনার সঠিক তদন্ত চেয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর গত সপ্তাহেই ঝালদা কাউন্সিলর হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সিটের থেকে যাবতীয় নথি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে সিবিআই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details