পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুজোয় সংক্ৰমণ এড়াতে একাধিক পদক্ষেপ পুরুলিয়া জেলা প্রশাসনের - purulia

উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের মধ্যে 50 হাজার মাস্ক, 1 লাখ সাবান বিলি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন l

পুরুলিয়া
পুরুলিয়া

By

Published : Oct 9, 2020, 9:08 PM IST

পুরুলিয়া, 9 অক্টোবর: এবছর কোরোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পুরুলিয়া জেলা প্রশাসন l পৌরসভা থেকে পুলিশ, জনপ্রতিনিধি থেকে সাংবাদিক সকলের সঙ্গে বৈঠকে পরামর্শ করে উৎসবের দিনগুলিতে কী কী ব্যবস্থা নেওয়া যাবে তা নিয়ে একগুচ্ছ পরিকল্পনাও নিয়েছে প্রশাসন l

কী সেই পরিকল্পনা ?

পুজোর আগে থেকে জেলাজুড়ে চালানো হবে প্রচার l পাশাপাশি আজ থেকে শপিংমল থেকে কাপড়, জুতোর দোকান সহ বিভিন্ন কেনাকাটার জায়গার সেলসম্যানদের কোরোনা পরীক্ষার জন্য লালরসের নমুনা সংগ্রহ করার কাজ শুরু হল l সামাজিক দূরত্ব মেনে চলা, সর্বদা মাস্ক ব্যবহার, প্রতি প্যান্ডলে স্যানিটাইজ়ার ও সাবান রাখার ব্যবস্থা করা সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে l

পুজোর দিনগুলিতে শহরের প্রতিটি রাস্তায় চালানো হবে বিশেষ পুলিশি নজরদারি l উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের মধ্যে 50 হাজার মাস্ক, 1 লাখ সাবান বিলি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন l স্বাস্থ্বিধি মেনে পুজো পরিচালনা করা কমিটিগুলিকেই এবার দেওয়া হবে সেরা পুজোর তকমা l অঞ্জলি থেকে সিঁদুর খেলা কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তা নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details