পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tapan Kandu Murder Case তপন কান্দু খুনের তদন্তের অগ্রগতি জানতে সিবিআইয়ের কাছে হাজির পূর্ণিমা - তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু

পুরুলিয়ার ঝালদা পৌরসভার ওয়ার্ড-2 এর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন গত 13 মার্চ (Tapan Kandu Murder Case) ৷ ওই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ সেই তদন্তের অগ্রগতি নিয়ে জানতে ঝালদায় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান নিহত তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু (Purnima Kandu) ৷

purnima-kandu-meets-cbi-officials-to-know-latest-update-on-tapan-kandu-murder-case
Tapan Kandu Murder Case তপন কান্দু খুনের তদন্তের অগ্রগতি জানতে সিবিআইয়ের কাছে হাজির পূর্ণিমা

By

Published : Aug 20, 2022, 9:05 PM IST

পুরুলিয়া, 20 অগস্ট : গত 13 মার্চ দুষ্কৃতীদের হাতে খুন হন পুরুলিয়ার ঝালদা পৌরসভার (Jhalda Municipality) 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Murder Case) ৷ এই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ আজ দীর্ঘ পাঁচ মাস পরেও ধরা পড়েনি আততায়ী । এতদিনে কী পরিস্থিতি তদন্তের ? সেই বিষয়ে খোঁজখবর নিতে আজ, শনিবার সটান ঝালদার অস্থায়ী সিবিআই (CBI) ক্যাম্পে হাজির হলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Purnima Kandu) ৷

তিনি বলেন, ‘‘আমাকে ফোন নম্বর দিয়ে রেখেছিলেন সিবিআই আধিকারিকরা ৷ বলেছিলেন কোনও দরকার থাকলে ফোন করতে ৷ সেই মতো আমি গতকাল তাঁদের ফোন করেছিলাম দেখা করতে চেয়ে ৷ তাঁরা আমাকে আজ যেতে বলেছিলেন, তাই গিয়েছিলাম ৷’’

সিবিআই তদন্তে খুশি কি না, সেই প্রশ্নের উত্তরে পূর্ণিমা দেবী বলেন, "আমার ওঁদের কথা শুনে মনে হয়েছে দোষীরা কেউ ছাড় পাবে না এবং ওঁরা আমাকে সেই ব্যাপারে আশ্বস্তও করেছেন ৷ তাই আশা করছি সঠিক বিচার পাব ৷"

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তৃণমূলের (Trinamool Congress) পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা ধরা পড়ুক ও সাজা পাক ৷ এই ঘটনার তদন্ত তো সিবিআই করছে ৷ আমরা এখনও একই কথাই বলছি যে ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক ৷"

আরও পড়ুন :তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

ABOUT THE AUTHOR

...view details