পুরুলিয়া, 20 অগস্ট : গত 13 মার্চ দুষ্কৃতীদের হাতে খুন হন পুরুলিয়ার ঝালদা পৌরসভার (Jhalda Municipality) 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Murder Case) ৷ এই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ আজ দীর্ঘ পাঁচ মাস পরেও ধরা পড়েনি আততায়ী । এতদিনে কী পরিস্থিতি তদন্তের ? সেই বিষয়ে খোঁজখবর নিতে আজ, শনিবার সটান ঝালদার অস্থায়ী সিবিআই (CBI) ক্যাম্পে হাজির হলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Purnima Kandu) ৷
তিনি বলেন, ‘‘আমাকে ফোন নম্বর দিয়ে রেখেছিলেন সিবিআই আধিকারিকরা ৷ বলেছিলেন কোনও দরকার থাকলে ফোন করতে ৷ সেই মতো আমি গতকাল তাঁদের ফোন করেছিলাম দেখা করতে চেয়ে ৷ তাঁরা আমাকে আজ যেতে বলেছিলেন, তাই গিয়েছিলাম ৷’’