পুরুলিয়া, 18 জানুয়ারি : রাতের বেলায় গলায় মাফলারের ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে অধ্যাপককে খুনের অভিযোগ ৷ ঘটনাটি শনিবার রাতের পুরুলিয়া শহরের নর্থ লেক রোড এলাকার ৷ মৃত অধ্যাপকের নাম অরূপ কুমার চট্টরাজ (50) ৷ তিনি পুরুলিয়া নিস্তারিণী কলেজের অধ্যাপক ৷
বাড়িতে ঢুকে অধ্যাপককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ - Proffesor was murder by unknown person
গলায় মাফলারের ফাঁস লাগিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ পুরুলিয়ায় । নিস্তারিণী কলেজের অধ্যাপক ছিলেন তিনি । নাম অরূপ কুমার চট্টরাজ । দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
রাতের খাওয়া শেষ করে দোতালায় নিজের রুমে ঘুমোতে যান অরূপবাবু ৷ এরপরই তাঁর চিৎকার শুনতে পান মা লীলা চট্টরাজ ৷ তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখতে পান, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অরূপবাবুর গলায় মাফলার জড়িয়ে টানাটানি করছে ৷ লীলাদেবী ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে তাঁকেও ফেলে দেওয়া হয় ৷ তিনি নেমে এসে চিৎকার করতে থাকলে বাড়ির অন্য সদস্যরা উপরে উঠে আসে ৷ অভিযোগ ততক্ষণে ওই যুবক অরূপবাবুকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় ৷
খবর দেওয়া হয় স্থানীয় মফস্বল থানায় ৷ ঘটনাস্থানে আসে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ৷ অরূপবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ পাশাপাশি যে ঘর থেকে অরূপবাবুর দেহ উদ্ধার হয় সেই ঘরটিও তালাবন্ধ করে দেয় পুলিশ ৷ তবে কী কারণে এই খুনের ঘটনা এবং এই খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷