পুরুলিয়া, 3 জুলাই:রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি ৷ তার মধ্যে ফের মৃত্যুর ঘটনা ৷ এবার বিজেপি কর্মীর দেহ উদ্ধার হল পুরুলিয়ায় ৷ আর এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুরুলিয়ায় তাঁদের দলের এক কর্মীকে খুন করা হয়েছে ৷ নিহতের নাম বঙ্কিম হাঁসদা। যদিও শুভেন্দুর সেই অভিযোগ নস্য়াৎ করে দিয়েছে তৃণমূল ৷ পালটা তৃণমূলের দাবি, স্থানীয় কোনও ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর ৷
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে গত 23 দিনে এই নিয়ে মোট 14 জনের মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের ৷ যদিও বিরোধীদের এই মৃত্যুর ছবির কথা স্বীকার করতে নারাজ তৃণমূল ৷ তবে রাজ্যের শাসকদল যাই বলুক, নির্বাচনের সময়ে মৃত্যুর ঘটনা একের পর এক সামনে আনতেই ব্যস্ত বিরোধীরা ৷ এদিনও রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে জানান, পুরুলিয়ায় তাঁদের দলেরই কর্মীর মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মানবাজারের বোরো থানা এলাকার কেন্দডি গ্রামের বাসিন্দা এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে ৷ বিজেপির অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছেন। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পালটা টুইট করে জানান, স্থানীয় কোনও ঘটনার জেরেই এই মৃত্যু ৷ বিরোধী দলনেতা ভুল তথ্য দিচ্ছেন ৷