পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশকর্মী, পরকীয়ার জের ? - policeman committed suicide

বেআইনি পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা পুলিশকর্মীর ৷ পরিবারের প্রাথমিকভাবে অনুমান, পরকীয়ার জেরে এই চরম সিদ্ধান্ত নিয়েছে রণবীর মিত্র ৷

image
মৃত পুলিশকর্মী

By

Published : Nov 28, 2019, 3:36 PM IST

পুরুলিয়া, 28 নভেন্বর : বেআইনি পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী ৷ নাম রণবীর মিত্র (26) ৷ ঘটনা পুরুলিয়া শহরের ভাটবাঁধ পাড়া এলাকার ৷ পরিবারের প্রাথমিকভাবে অনুমান, পরকীয়ার জেরে আত্মঘাতী হয়েছে সে ৷

আজ ভোর রাতে আত্মঘাতী হন রণবীর ৷ পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় । অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

মৃতের স্ত্রী কুমকুম মিত্রর বক্তব্য, "কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয় । কিন্তু তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত । এরইমধ্যেপাড়ারই এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন রণবীর । যা নিয়ে বাড়িতে অশান্তি আরও বেড়ে যায় । গতকালও সে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায় । এরপরই ভোরবেলা হঠাৎই বিকট গুলির শব্দ শুনতে পান সকলে । গুলির শব্দে পাড়া প্রতিবেশীরা আমাদের বাড়িতে আসে । দেখা যায়, বিছানায় পড়ে রয়েছে রণবীরের দেহ । পাশেই রয়েছে তার পিস্তলটি ।"

পরকীয়ার জেরে আত্মহত্যা পুলিশকর্মীর বলে অভিযোগ পরিবারের
পুরুলিয়া শহরের ভাটবাঁধ পাড়ার বাসিন্দা রণবীর মিত্রের বাবা রবি মিত্রও ছিলেন পুলিশকর্মী । 2010 সালে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার OC থাকাকালীন মাওবাদীদের হাতে খুন হন তিনি । তার মৃত্যুর পরই রণবীর মিত্র পুলিশের চাকরি পান । তারপর বিয়ে হয় তাঁর । কিন্তু বিয়ের পর অন্য এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি । আর তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান বাড়ির সদস্যদের ।

ABOUT THE AUTHOR

...view details