পুরুলিয়া, 25 জুলাই : পুরুলিয়ার বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নেমে পড়ে পাঁচ কলেজ পড়ুয়া ৷ জলাধারের উলটো দিকে মাঝামাঝি এক বিশাল আকৃতির পাথরের উপর বসেছিল তারা ৷ কিন্তু, হড়পা বানের জেরে বাড়তে থাকে জল ৷ বিপদ বুঝে তিন কলেজ পড়ুয়া ফিরে আসে ৷ আটকে পড়ে পায়েল গড়াই ও রাকেশ কর্মকার নামে দুই বন্ধু ৷ পরে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷
হড়পা বানের মুখে যুবক-যুবতি, ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মীরা - police rescue couple
পাঁচজনই পুরুলিয়ার বাসিন্দা । বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নামে ৷ এদিকে ধীরে ধীরে জল বাড়তে শুরু করে ৷ আটকে পড়ে দু'জন ৷ পুলিশি তৎপরতায় শেষমেশ তাদের উদ্ধার করা হয় ৷
পাঁচজন পুরুলিয়ার বাসিন্দা । হড়পা বান সম্পর্কে অল্প হলেও ধারণা ছিল ৷ দুপুরের দিকে বামণী ফলসে নামে তারা ৷ এদিকে ধীরে ধীরে জল বাড়তে শুরু করে ৷ বিপদ বুঝে তিনজন ফিরে আসে ৷ কিন্তু আটকে যায় বাকি দু'জন ৷ তৎক্ষণাৎ এপারে থাকা স্থানীয়রা থানায় খবর দেয় ৷ ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারে নামে পুলিশ ৷ পুলিশি তৎপরতায় শেষমেশ প্রাণে বাঁচে দু'জন ৷
উল্লেখ্য, 2006 সালে বাঘমুণ্ডির ডাউরি খালে এরকমই এক ভ্রমণে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া ৷ কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রাণ কেড়ে নিয়েছিল হড়পা বান ৷