পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় উদ্ধার 80 কেজি তামা , গ্রেপ্তার 2 পাচারকারী - পুরুলিয়ায় উদ্ধার 80 কেজি তামা , গ্রেপ্তার 2 পাচারকারী

আজ পুরুলিয়ার রঘুনাথপুরে ঝাড়খন্ড লাগোয়া চেলিয়ামার গ্রামের পাথরখুনিয়া মোড়ের কাছে দুইজন পাচারকারীসহ 80 কেজি তামা উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ ।

Police rescued 80 kg cooper and  arrested 2 man in purulia
Police rescued 80 kg cooper and arrested 2 man in purulia

By

Published : Jul 28, 2020, 9:47 PM IST

পুরুলিয়া, 28 জুলাই : 80 কেজি তামাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বাবলু কর্মকার ও তুফান দাস । দু'জনেরই বাড়ি বাঁকুড়ার ছাতনা থানার হাতজোড় গ্রামে । আজ ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

জানা যায়, পুলিশ গোপন সূত্রে খবর পায় রঘুনাথপুর থানার ঝাড়খণ্ড লাগোয়া চেলিয়ামার গ্রামের পাথরখুনিয়া মোড়ের অদূরে একটি মোটর সাইকেল করে তামা পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে । খবর পেয়েই রঘুনাথপুর থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থানে । সেখানে ওই মোটর বাইক ও তামা-সহ দুই পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ । ধৃতদের কাছ থেকে 80 কেজি তামা ও একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ । আজ তাদের রঘুনাথপুর আদালতে তুললে বিচারক তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details