পুরুলিয়া, 26 জুন : গৃহবধূকে খুন এবং দেহ লোপাটের অভিযোগের তদন্তে নেমে ঘটনার পুর্নির্মাণ করল পুলিশ ৷ ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়ার ঝালদা থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বধূর নাম অসীমা মাহাত ৷ বয়স 22 বছর ৷
অসীমার বাবা বাসুদেব মাহাতর অভিযোগ ছিল, তাঁর মেয়েকে খুন করেছে জামাই ও তার পরিবারের সদস্যরা ৷ অপরাধ লুকোতেই অসীমার দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি ৷ সেই ঘটনার তদন্তে শনিবার ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যেখানে অসীমার দেহ দাহ করা হয়েছিল, সেখানে তাঁর স্বামী, ধৃত দামোদর মাহাতকে নিয়ে আসা হয় ৷ এরপর পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয় ৷