পুরুলিয়া, 27 মার্চ: স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে (woman accused of murder her husband in Purulia)। সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে ৷ মৃতের নাম জুড়ন মাহাতো (45) ৷ পুরুলিয়ার জয়পুর থানার রাঙ্গুনিটাড় গ্রামের বাসিন্দা ৷ শনিবার সকালে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে দেহটি ৷ পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা হলে অনুমান পুলিশের ৷ তাঁদের দুই সন্তান রয়েছে ৷
সূত্রের খবর, গত সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন জুড়ন মাহাতো। পরিবারের লোকজন তাঁর খোঁজ করলে, স্ত্রী জানিয়েছিলেন যে তাঁর স্বামী হাটে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। দুই সন্তান তাদের মায়ের কাছে বাবার কথা জানতে চাইলে অভিযুক্ত একই কথা জানান ৷ এরপরেই বাবার খোঁজ পেতে তারা আত্মীয়দের বাড়িতেও বাবার খোঁজ করা শুরু করেন ৷ কিন্তু তার সন্ধান মেলেনি। যদিও প্রথম থেকেই সন্দেহের তীর ছিল মৃতের স্ত্রী'র দিকে ।
আরও পড়ুন:দলিত আধিকারিককে অপহরণ করে খুন ! কাঠগড়ায় দুই বাঙালি-সহ তিন সহকর্মী
ইতিমধ্যেই মৃত জুড়ন মাহাতোর দুই সন্তান জয়পুর থানায় লিখিত অভিযোগে জানান, যে তাঁদের মা কারও সাহায্য নিয়ে বাবাকে খুন করেছ ৷ এরপর প্রমাণ লোপাট করতে মাটি চাপা দিয়ে দিয়েছে ৷ মৃতের পরিবার সূত্রে খবর, ওই মহিলার কাউকে ফোন করা নিয়ে স্বামী-স্ত্রী'র মধ্যে ঝগড়া লেগেই থাকত। সেই অশান্তি থেকে রেহাই পেতেই ওই মহিলা তাঁর স্বামীকে খুন করে থাকতে পারেন বলে অনুমান ৷ পরকীয়ার সম্ভাবনাও এক্ষেত্রে উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ এ প্রসঙ্গে পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তার এক সহকারীর খোঁজ পাওয়া গিয়েছ ৷ খুনের সময় যে তার সঙ্গে ছিল ৷ সহযোগীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ । সোমবার আদালতে পেশ করে অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।